নির্বাচন না করার ঘোষণা বুলবুলের,কিন্তু কেন তা নিয়ে এবার মুখ খুললেন নিজেই

 

বিসিবি নির্বাচনের সময় কাছাকাছি আসছে, এবং সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই অনুষ্ঠিত হওয়ার কথা নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে ক্রিকেটপাড়ায় নানা প্রশ্ন ঘুরছে, যার মধ্যে সবচেয়ে বড় প্রশ্নটি কেন্দ্র করে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে।

আসন্ন নির্বাচনে তিনি কি অংশ নেবেন, নাকি বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন—এ বিষয়টি নিয়ে জল্পনা রয়েছে। তবে বুলবুল নিজেই জানিয়েছেন, তিনি নির্বাচনে অংশ নেবেন না, কিন্তু সবকিছু ঠিক থাকলে বিসিবির সভাপতির দায়িত্ব চালিয়ে যেতে আপত্তি নেই।

ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বুলবুল বলেন, “আমি তো বলেছি আমি নির্বাচন করব না। আমি কীভাবে নির্বাচন করব? আমার তো রসদ নাই। আমি ফ্রি ফ্রি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এসেছিলাম। তারা যদি আমাকে রেখে দেয়, আমি থাকব। চেষ্টা করব, বিভ্রান্তি আছে অনেক টি-টোয়েন্টি ক্রিকেট। ১২০ বল তো ২ ওভারে শেষ হয় না, লম্বা ইনিংস খেলার চেষ্টা করছি।”

তিনি আরও জানান, “৩০ মে যখন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়, বাসায় গিয়েছি রাত ১২টায়। সকাল ৬টায় চার্টার তৈরি করে ফেলেছি। বোর্ডে এপ্রুভ হয়েছে। এর কাজ খুব সুন্দর এগিয়ে চলছে। এর প্রতিফলন দেখতে পাচ্ছিলাম ছোট্ট একটা ৮ বছরের ছেলে এখানে ছিল, যে ক্রিকেট খেলতে চায়। আমাদের প্রধান কাজ হচ্ছে ছেলেটার খেলার সুযোগ নিশ্চিত করা। বাংলাদেশ ক্রিকেট যদি মনে করে আমার আরও থাকা উচিত, আমি সবকিছু ছেড়ে দিয়ে কাজ চালিয়ে যেতে চাই, দেশকে সার্ভ করার জন্য।”

বর্তমান বোর্ডে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বুলবুল ছাড়াও পরিচালক হিসেবে আছেন নাজমুল আবেদীন ফাহিম। ক্রীড়া পরিষদ তাদের পারফরম্যান্স মূল্যায়ন করে পরবর্তী বোর্ডেও যদি রাখে এবং নির্বাচিত বোর্ডের ভোটে সভাপতি নির্বাচিত হন, তাহলে পরের মেয়াদেও বিসিবি প্রধানের দায়িত্বে থাকতে পারবেন বুলবুল।


Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে