রাশেদ খানের অভিযোগ: অবস্থা দেখে মনে হচ্ছে সরকার এখনো হাসিনার পরামর্শে চলছে
ঝিনাইদহে আয়োজিত এক আলোচনা সভায় বর্তমান সরকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্টে ‘কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৪ সালের রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং একটি সফল গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে করণীয়’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, ড. ইউনূসের সরকার নেপথ্যে শেখ হাসিনার পরামর্শে চলছে। তাঁর দাবি, এভাবে চলতে থাকলে দেশ থেকে মুজিববাদ ও ফ্যাসিবাদ দূর হবে না।
রাশেদ খান বলেন, শুধু ছোটখাটো অপরাধীদের নয়, বরং শেখ হাসিনা, ওবায়দুল কাদের, কামাল ও শামীম ওসমানসহ খুনের দায়ীদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। প্রয়োজনে একাধিক ট্রাইব্যুনাল গঠন এবং জনগণের অর্থে তা পরিচালনার আহ্বান জানান তিনি।
এনসিপিকে সরকারপন্থী দল আখ্যা দিয়ে তিনি বলেন, টিআইবি প্রধানও এই দলকে ‘কিংস পার্টি’ বলেছেন। তাঁর দাবি, এনসিপি সমর্থিত দুই উপদেষ্টা সরকারের সঙ্গে জড়িত থেকেও সমালোচনায় মুখর, যা ভণ্ডামি।
গণঅধিকার পরিষদের এ নেতা আরও অভিযোগ করেন, যারা স্বৈরশাসককে পরাজিত করেছেন, তারা এখন নানা অপকর্মে লিপ্ত। ছাত্রদের সুনাম নষ্ট করা হয়েছে, উপদেষ্টারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন এবং ডিসি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম চলছে। বিএনপি–জামায়াতপন্থী বলে চিহ্নিত অনেক আমলা এখনো বঞ্চিত।
জুলাই সনদে শহীদদের সংখ্যা কম দেখানোর সমালোচনা করে রাশেদ বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ১,৪০০ হলেও সনদে তা ১,০০০ দেখানো হয়েছে।
গণঅভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, আওয়ামী লীগ মাঠ দখলের ষড়যন্ত্র করছে। পাশাপাশি ১৪ দল ও জাতীয় পার্টির নির্বাচন পরিকল্পনা প্রতিহত করার আহ্বান জানান।
ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় আরও বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, যুব অধিকারের সভাপতি রাকিবুল হাসান রকিব, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতারা।
Comments
Post a Comment