সানজিদের ঘূর্ণিতে ভর করে প্রোটিয়াদের ১৪৭ রানে গুটিয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ম্যাচের শুরুতে প্রোটিয়ারা দ্রুত ধাক্কা খায়। ২১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন, আর পরের ওভারেই আল ফাহাদ ফেরান আরেক ওপেনারকে। এরপর সানজিদের ঘূর্ণিতে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ২৫, ৩৫ ও ৪৫ রানে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি, ফলে ৪৫ রানেই সাজঘরে ফেরে অর্ধেক দল।
পল জেমস ও ভিহান প্রিটোরিয়াস ষষ্ঠ উইকেটে ৩৭ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়লেও রিজান হোসেনের আঘাতে ভাঙে সেই আশা। এরপর ফাহাদের আঘাতে ভেঙে যায় সপ্তম উইকেটের জুটি। পল জেমস করেন সর্বোচ্চ ৩৩ রান। শেষদিকে ব্যান্ডিলে এমবাথা লড়াই চালিয়ে যান ৩৯ রানে, তবে সামিউন বাসিরের বলে তিনি আউট হলে থেমে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
বাংলাদেশের হয়ে সানজিদ নিয়েছেন চার উইকেট, ফাহাদ ও সামিউন দুইটি করে, আর একটি করে উইকেট পেয়েছেন ইমন ও রিজান।
Comments
Post a Comment