শুবমান গিলের ঝড়ো উত্থান: রেকর্ডে শচীন-কোহলিকে ছাড়িয়ে ভারতের নতুন কাণ্ডারির দুর্দান্ত সূচনা



এজবাস্টনে ইতিহাস গড়লেন শুবমান গিল। মাইকেল অ্যাথারটনের মন্তব্যে আলোচনার কেন্দ্রবিন্দুতেও উঠে এলেন ভারতের নতুন অধিনায়ক। ইংল্যান্ডে ডাবল সেঞ্চুরি করে ফেলেছেন তিনি—যেখানে শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি থেমেছিলেন যথাক্রমে ১৯৩ ও ১৪৯ রানে।

এবারের ইংল্যান্ড সফর ছিল গিলের অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজ, আর সেখানেই বাজিমাত। ২৬৯ রানের মহাকাব্যিক ইনিংস খেলে শুধু শচীন-কোহলিকেই ছাড়াননি, সুনীল গাভাস্কারের রেকর্ডও ভেঙেছেন। এক সিরিজে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৭৫৪ রান এখন তার দখলে। পাশাপাশি, গাভাস্কার ও ডন ব্র্যাডম্যানের সঙ্গে যৌথভাবে অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বাধিক চার সেঞ্চুরির কীর্তিতেও নাম তুলেছেন।

পরিসংখ্যানের বিচারে গিল ক্যারিয়ারের শুরুতেই নজরকাড়া সাফল্য দেখাচ্ছেন। ৩৭ টেস্টে ২৬৪৭ রান করেছেন ৪১.৩৫ গড়ে, সেঞ্চুরি ৯টি। সমান সংখ্যক ম্যাচে কোহলি করেছিলেন ২৭৯৪ রান (গড় ৪৫.০৬, সেঞ্চুরি ১১), আর শচীনের ছিল ২৪৮১ রান (গড় ৫২.৭৮, সেঞ্চুরি ৮)। ওয়ানডেতে তুলনাটা আরও স্পষ্ট—প্রথম ৫৫ ম্যাচে গিলের রান ২৭৭৫, গড় ৫৯.০৪, সেঞ্চুরি ৮টি; যেখানে কোহলির রান ছিল ১৯৫৬, শচীনের মাত্র ১৫২০।

অর্জনের দিক থেকেও এগিয়ে গিল। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই ২-২ ড্র এনে দিলেন ইংল্যান্ডের মাটিতে। এভাবেই ক্যারিয়ারের শুরুটা শচীন-কোহলির চেয়েও উজ্জ্বল করে তুলেছেন ভারতের নতুন টেস্ট কাণ্ডারি, যিনি এখন নজর দিচ্ছেন সেই ধারাকে আরও দীর্ঘায়িত করার দিকে।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে