এশিয়া কাপের মঞ্চে ফিরছে বাঘের রৌদ্র, বিসিবির চমক: সাব্বিরকে হঠাৎ জাতীয় দলে ডাক

 


সাব্বির রহমান, বাংলাদেশের অন্যতম সেরা মারকুটে ব্যাটসম্যান, আবারো জাতীয় দলে ফিরছেন। ২০১৬ সালের টি-২০ এশিয়া কাপের সেরা খেলোয়াড় হিসেবে তাঁর ব্যাটিং দক্ষতা তখন পুরো ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছিল।

সময়কে হার মানিয়ে কিছুটা পিছিয়ে থাকলেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে প্রমাণ করে এসেছেন সাব্বির। এবার আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে হঠাৎ ডাক পাওয়ার মাধ্যমে তিনি আবারো বাংলাদেশ দলের জন্য বড় ভরসা হয়ে উঠতে যাচ্ছেন।

বিসিবি মনে করছে, টি-২০ ফরম্যাটে অভিজ্ঞতা ও বিধ্বংসী ব্যাটসম্যানের প্রয়োজন। পাওয়ারপ্লেতে চাপ সৃষ্টি, গুরুত্বপূর্ণ সময়ে বড় শট খেলা এবং শেষ ওভারে দ্রুত রান তোলা—এই সব দক্ষতা এখনো সাব্বিরের ব্যাটে জীবন্ত।

নতুন চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ দল এবার পুরনো ভরসার হাত ধরেই আশা করছে নতুন জয়। সমর্থকরাও স্বপ্ন দেখছেন—সাব্বির রহমানের ব্যাটে আবারও দেখা যেতে পারে আগুনঝরা ইনিংস।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে