টাইগারদের মানসিক শক্তি বাড়াতে নতুন উদ্যক নিলো বিসিবি
আসন্ন এশিয়া কাপের প্রস্তুতিতে বাংলাদেশ ক্রিকেট দল এখন শুধু শারীরিক নয়, মানসিক প্রস্তুতির দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্যে দলের সঙ্গে যোগ দিচ্ছেন মানসিক শক্তি বৃদ্ধি ও পরামর্শদাতা মনোবিদ ডেভিড স্কট। আনুষ্ঠানিকভাবে স্কট কখন যোগ দেবেন তা এখনও চূড়ান্ত হয়নি, তবে তিনি আগামী মাসের এশিয়া কাপ পর্যন্ত দলের সঙ্গেই থাকবেন।
বাংলাদেশ ক্রিকেটে মনোবিদদের সংযুক্তি নতুন নয়। ২০০৩ সালের বিশ্বকাপের আগে প্রথমবার একজন অস্ট্রেলিয়ান মনোবিদ দলের সঙ্গে কাজ করেছিলেন। পরবর্তীতেও স্বল্প সময়ের জন্য কয়েকজন দেশি-বিদেশি কোচ এই ভূমিকায় ছিলেন। তবে দীর্ঘমেয়াদে দলের সঙ্গে কাজ করা মনোবিদ হিসেবে খ্যাতি পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ফিল জনসি, যিনি ২০১৫ বিশ্বকাপ থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত চারটি সিরিজে দলের সঙ্গে ছিলেন।
এবার বিসিবি স্থায়ীভাবে একজন মনোবিদ নিয়োগের দিকে গুরুত্ব দিচ্ছে। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন জানিয়েছেন, স্কটের সঙ্গে শুধু এশিয়া কাপ নয়, আগামী এক বছরের জন্য চুক্তি নিয়েও আলোচনা শুরু হয়েছে। তিনি বলেন, “মনোবিদ সব ক্রিকেটারের সঙ্গে আলাদাভাবে কাজ করবেন। মাঠে দেখবেন, মাঠের বাইরেও দেখবেন। দলের অংশ হিসেবে থাকবেন এবং প্রতিটি ধাপে ক্রিকেটাররা কী করছে, সেটি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সমাধান দেবেন।”
সাবেক অধিনায়ক হাবিবুল বাশার মনে করেন, দলের সঙ্গে মনোবিদকে দীর্ঘ সময়ের জন্যই রাখা উচিত। তার মতে, অল্প সময়ে ক্রিকেটারদের মধ্যে বিশ্বাস তৈরি করা সম্ভব হয় না, যা মনোবিদের কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দলের মানসিক পরিস্থিতি বিশেষত ব্যক্তিগত বা দলগত খারাপ সময়ে মনোবিদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা এবং চাপ সামলাতে মনোবিদ খেলোয়াড়দের সহায়তা করেন।
এশিয়া কাপের আগে দলের প্রস্তুতি চলবে ঢাকায় আগামী ১৮ আগস্ট পর্যন্ত। এরপর সিলেট গিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেখান থেকে দল দুবাইয়ে যাবে এশিয়া কাপে অংশগ্রহণের জন্য। বিসিবি আশা করছে, স্কটের উপস্থিতিতে লিটন, মিরাজসহ দলের অন্যান্য ক্রিকেটার মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সেরাটা দিতে পারবেন।
Comments
Post a Comment