৫ উইকেট নিয়ে নায়ক মোহাম্মদ সিরাজ, রোমাঞ্চকর জয়ে সিরিজ ড্র করল ভারত


মোহাম্মদ সিরাজের হাতেই লেখা হলো ওভালের রোমাঞ্চকর সমাপ্তি।

গাস অ্যাটকিনসনের স্টাম্প উড়িয়ে দিয়ে ভারতকে এনে দিলেন ৬ রানের নাটকীয় জয়। আগের দিন হ্যারি ব্রুকের ক্যাচ হাতে নিয়েও ছক্কায় পরিণত করে খলনায়কের তকমা কাঁধে তুলেছিলেন তিনি। কিন্তু শেষ দিনে সেই সিরাজই হয়ে গেলেন ভারতের নায়ক।

শেষ দিনে ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ৩৫ রান, হাতে ছিল ৪ উইকেট। দর্শকঠাসা ওভালে চাপে থাকা সিরাজ তুলে নিলেন ৫ উইকেট, যার শেষটি ছিল অ্যাটকিনসনকে বোল্ড করে ম্যাচের সমাপ্তি টানা। ৩৬৭ রানে অলআউট হয় ইংল্যান্ড, আর সিরিজ ড্র করে ভারত—অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ভাগাভাগি হলো দুই দলের মধ্যে। 

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে