আবারও সাকিবের জাদুকরী ছোঁয়ায় উল্লাস বাংলাদেশিদের,মাথায় হাত ক্যারিবিয়ানের


ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) Antigua & Barbuda Falcons–এর হয়ে খেলছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। মাঠে নামার পরই নিজের ছন্দে ফিরলেন তিনি। ইনিংসের প্রথম স্পেলেই বল হাতে নিয়ন্ত্রণ দেখিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন এই বাঁহাতি স্পিনার। প্রথম ওভারেই মাত্র ৪ রান খরচ করে তুলে নেন একটি মূল্যবান উইকেট।

সাকিবের এমন শুরু ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। সাধারণত পাওয়ারপ্লেতে ব্যাটাররা ঝড় তোলার চেষ্টা করে, কিন্তু সাকিবের নিখুঁত লাইন–লেংথে ব্যাটসম্যানরা রান তুলতে ব্যর্থ হন। একদিকে রানরেট চাপে রাখার পাশাপাশি তিনি তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট। তার এই আঘাতে প্রতিপক্ষ দল দ্রুতই ব্যাকফুটে চলে যায়।

বল হাতে সাকিব সবসময়ই দলের ভরসার জায়গা। অভিজ্ঞতার কারণে তিনি জানেন কোন সময়ে কীভাবে ব্যাটসম্যানকে চাপে ফেলতে হবে। ম্যাচের শুরুতেই উইকেট এনে দিয়ে দলকে এগিয়ে নেন তিনি।

বাংলাদেশি সমর্থকদের কাছে সাকিবের প্রতিটি সাফল্যই বাড়তি আনন্দের। সিপিএলের মতো জনপ্রিয় লিগে তার ধারাবাহিক পারফরম্যান্স শুধু ফ্র্যাঞ্চাইজির জন্যই নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্যও গর্বের বিষয়। সাকিবের প্রথম ওভার থেকেই বোঝা গেছে, তিনি এখনো সমান কার্যকর এবং ম্যাচে পার্থক্য গড়ে দিতে সক্ষম।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে