হৃদরোগ জয় করে এনসিএলে ফিরছেন তামিম, মুশফিক-রিয়াদকেও চায় বিসিবি



টি-টোয়েন্টি এনসিএলে অভিজ্ঞদের ফেরার আশা, সামনে এশিয়া কাপের প্রস্তুতি

চলতি বছরের মার্চে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠের বাইরে ছিটকে পড়েছিলেন তামিম ইকবাল। সেই সময় অনেকেই ধরে নিয়েছিলেন, হয়তো তামিমের ক্রিকেট ক্যারিয়ার এখানেই শেষ। তবে সবাইকে ভুল প্রমাণ করে ফেরার পথে আছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি ফরম্যাটের আসন্ন আসরে চট্টগ্রামের হয়ে খেলতে যাচ্ছেন তিনি।

এ তথ্য জানিয়েছেন তামিমের চাচা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। তার ভাষায়, “তামিম চট্টগ্রামের সঙ্গে কথা বলেছে, ও খেলবে।”

তামিমের পথ ধরে এনসিএলে ফিরছেন মুশফিকুর রহিমও। যদিও রাজশাহী বিভাগের খেলোয়াড় তিনি, তবে এবারের আসরে খেলতে চান সিলেটের হয়ে। ইতোমধ্যে সিলেট দলের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি।

তৃতীয় অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাপারে এখনও নিশ্চিত কিছু বলেননি আকরাম খান, তবে আশাবাদী তার অংশগ্রহণ নিয়েও। আকরামের ভাষায়,
“আশা করছি তিনজনই খেলবে। রিয়াদ সম্পর্কে এখনো কিছু বলা হয়নি, তবে আমরা চাই ও খেলুক।”

এনসিএলের এই আসরটি এবার বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ সামনে রয়েছে এশিয়া কাপের মত বড় টুর্নামেন্ট। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপকে সামনে রেখে তরুণদের পাশাপাশি অভিজ্ঞদের প্রস্তুতির একটি বড় সুযোগ হিসেবে দেখছে বিসিবি।

বাংলাদেশের শিরোপা জয়ের সম্ভাবনা নিয়েও আশাবাদী আকরাম খান। তিনি বলেন,
“১০০% সুযোগ আছে। যদি ফাইনাল খেলতে পারি, তাহলে চ্যাম্পিয়ন হতেও পারি। আত্মবিশ্বাসটা আমাদের আছে।”

জাতীয় দলের বড় ম্যাচের আগে অভিজ্ঞদের ঘরোয়া ক্রিকেটে পাওয়া শুধু তরুণদের প্রেরণাই নয়, দলের ভারসাম্যের দিক থেকেও বড় সুখবর। এখন দেখার বিষয়, এশিয়া কাপে কতটা কাজে আসে এনসিএলের এই প্রস্তুতি।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে