এশিয়া কাপে বাংলাদেশ দলের সাথে বড়পদে থাকবেন মাশরাফি! অসম্ভবকে সম্ভব করে বুলবুলের বাজিমাত

 


আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলে আসছে এক দারুণ খবর। দেশের ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়কদের একজন, মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশ দলের মেন্টর হিসেবে দায়িত্ব নিচ্ছেন। ক্রিকেটপ্রেমীদের দীর্ঘদিনের প্রত্যাশাকে বাস্তবে রূপ দিয়ে এই সিদ্ধান্তকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের এক 'বাজিমাত' হিসেবে দেখা হচ্ছে।


বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাশরাফির অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ তরুণ ক্রিকেটারদের জন্য হবে দারুণ এক প্রেরণা। দলের অনুশীলন, ম্যাচের কৌশলগত পরিকল্পনা এবং খেলোয়াড়দের মানসিক প্রস্তুতিতে তিনি সরাসরি যুক্ত থাকবেন। অধিনায়ক হিসেবে অসংখ্য জয় এনে দেওয়া মাশরাফি এবার পরামর্শকের ভূমিকায় থেকে দলের সেরাটা বের করে আনার লক্ষ্যে কাজ করবেন।


আকস্মিকভাবে বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর বুলবুলের এই সিদ্ধান্ত ক্রিকেট মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, বিসিবিতে নতুন নেতৃত্ব আসার আগে তার এই পদক্ষেপ দলের জন্য একটি স্থায়ী ইতিবাচক প্রভাব ফেলবে।


মাশরাফির মতো একজন আইকনিক ব্যক্তিত্বের উপস্থিতি নিঃসন্দেহে দলের আত্মবিশ্বাস বাড়াবে। বাংলাদেশ দল কি মাশরাফির ছোঁয়ায় এশিয়া কাপে নতুন উচ্চতায় পৌঁছাতে পারবে? সময়ই দেবে সেই উত্তর।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে