সিপিএলে সাকিবের স্টাম্পিং আউট ঘিরে বিতর্ক, আইসিসির নিয়মে কী আছে?


 ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসানের স্টাম্পিং আউট নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, আউটের মুহূর্তে সাকিবের ব্যাট ও পায়ের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।

ছবিতে স্পষ্টভাবে দেখা যায়—ব্যাট সামান্য হলেও মাটিতে স্পর্শ করছে, তবে তার পা উইকেট লাইনের বাইরে। এই অবস্থায় উইকেটরক্ষক বল সংগ্রহ করে বেল ফেলে দেন।

আইসিসির নিয়ম অনুযায়ী, ব্যাটসম্যানকে স্টাম্পিং আউট হিসেবে ঘোষণা করা হবে তখনই, যখন উইকেট ভাঙার মুহূর্তে তার ব্যাট কিংবা শরীরের কোনো অংশ পপিং ক্রিজের ভেতরে থাকবে না। অর্থাৎ যদি ব্যাট বা পায়ের কোনো অংশ লাইন ছুঁয়ে থাকে, তবে ব্যাটসম্যানকে ‘নট আউট’ ধরা হবে।

এ কারণে অনেকেই মনে করছেন, সাকিবের আউট সিদ্ধান্তটি বিতর্কিত। কারণ ছবিতে ব্যাটের সামান্য অংশ লাইন স্পর্শ করছে কি না, সেটি নিশ্চিতভাবে বোঝা যায়নি।

সংক্ষেপে বলা যায়—আইসিসির নিয়ম অনুযায়ী সঠিক সিদ্ধান্তের জন্য স্পষ্ট প্রমাণ প্রয়োজন। প্রযুক্তি (DRS) ব্যবহার ছাড়া এই ধরনের মুহূর্তে নির্ভুলভাবে বলা কঠিন, যা দর্শকদের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে