বিসিবিতে আসছে বড় পরিবর্তন,সভাপতি পদ ছাড়ছেন আমিনুল ইসলাম বুলবুল বোর্ডের দায়িত্ব বুঝিয়ে দিতে চান মাশরাফি কে
বাংলাদেশ ক্রিকেটে আসছে এক নতুন অধ্যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে আর দায়িত্ব পালন করবেন না আমিনুল ইসলাম বুলবুল। অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন না বলে নিজেই ঘোষণা দিয়েছেন। তার এই আকস্মিক ঘোষণা দেশের ক্রিকেটাঙ্গনে জন্ম দিয়েছে ব্যাপক গুঞ্জন।
সম্প্রতি চ্যানেল ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি বিসিবি নির্বাচনে অংশ নিব না। তবে সঠিক সময়ে নির্বাচন নিশ্চিত করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে বলেছি।”
এই ঘোষণার পর থেকেই ক্রিকেট মহলে সবচেয়ে বড় প্রশ্ন—তাহলে কি বিসিবির পরবর্তী সভাপতি হচ্ছেন দেশের সবচেয়ে প্রভাবশালী ও সম্মানিত ক্রিকেট আইকন মাশরাফি বিন মোর্ত্তজা? কোটি ক্রিকেট ভক্তের প্রত্যাশা, মাশরাফির মতো একজন সাহসী ও দূরদর্শী নেতাকেই তারা বিসিবির নেতৃত্বে দেখতে চায়। বুলবুলের এই সরে দাঁড়ানো কি শুধুমাত্র নির্বাচন সংক্রান্ত, নাকি মাশরাফির জন্য জায়গা ছেড়ে দেওয়ার পূর্বাভাস? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে।
দেশের ক্রিকেটে এই মুহূর্তে বুলবুলের মতো একজন দক্ষ সংগঠকের প্রয়োজন ছিল, যিনি আঞ্চলিক ক্রিকেটে বাংলাদেশের প্রভাব বাড়াতে ভূমিকা রেখেছিলেন। তার আকস্মিক বিদায় অনেকের মনেই শূন্যতার জন্ম দিয়েছে। ক্রিকেটভক্তদের হৃদয়ে এখন একটাই প্রশ্ন—"নেতৃত্বের অভাবে আবারও কি পিছিয়ে পড়বে বাংলাদেশ ক্রিকেট? নাকি মাশরাফির মতো একজন আইকন ফিরিয়ে আনবেন নতুন আলো?"
এখন শুধু সময়ের অপেক্ষা!
Comments
Post a Comment