দুই বিশ্বকাপ খেলা ক্রিকেটার ডাকাতি করতে গিয়ে আটক, কাঁপিয়ে দিয়েছে ক্রিকেট মহলকে
পাপুয়া নিউগিনির জাতীয় দলের ক্রিকেটার কিপলিন দোরিগা হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ডাকাতির অভিযোগে ধরা পড়ার পর ২৯ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটসম্যান গত বুধবার জার্সির ম্যাজিস্ট্রেট আদালতে অপরাধের দায় স্বীকার করেছেন।
দোরিগা দেশের জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ৩৯ ওয়ানডে ও ৪৩ টি-টোয়েন্টি ম্যাচ। তিনি অংশ নিয়েছিলেন ২০২১ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। বিস্ময়ের বিষয় হলো, ঘটনার আগের দিনই কুয়েতের বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি এবং করেছিলেন ১২ রান। অথচ পরদিন সকালেই জড়িয়ে পড়েন ডাকাতির ঘটনায়, যা এখন নাড়িয়ে দিয়েছে পুরো পাপুয়া নিউগিনির ক্রিকেটকে।
Comments
Post a Comment