ইংল্যান্ড দলে অভিষেকেই তরুণ পেসারের হ্যাটট্রিক,আলোচনার কেন্দ্রবিন্দুতে তরুণ পেসার
ইংল্যান্ডের সিনিয়র দলে প্রথমবার ডাক পাওয়া তরুণ পেসার সনি বেকার দারুণ এক হ্যাটট্রিক দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠেছেন। রোববার দ্য হান্ড্রেডে নর্দার্ন সুপারচার্জার্সের বিপক্ষে ৯০ মাইল বেগে বল করার দক্ষতায় ২২ বছর বয়সী এই পেসারের পারফরম্যান্স নজর কাড়ে।
ম্যানচেস্টার অরিজিনালস প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৭১ রান সংগ্রহ করে। জবাবে নামা সুপারচার্জার্স ১১৪ রানে অলআউট হয়ে যায়।
ম্যাচে বেকার ৫.১ ওভারে ৪২ রান দিয়ে ৪ উইকেট নেন। দুর্দান্ত হ্যাটট্রিকের মাধ্যমে তিনি টানা ৩ উইকেট শিকার করেন—ডেভিড মালান (১৯), টম লজ (৪) ও জ্যাকব ডাফি (০)। মাত্র ২১ রান খরচায় এই কৃতিত্ব অর্জন করেন বেকার।
দ্য হান্ড্রেডের ইতিহাসে বেকার এখন মাত্র চতুর্থ বোলার যিনি হ্যাটট্রিক করেছেন। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন স্যাম কারেন (২০২৪), টাইমাল মিলস (২০২৩) এবং ইমরান তাহির (২০২১)।
Comments
Post a Comment