বিসিবির তহবিল অপব্যবহারের অভিযোগ থেকে মুক্তি পেলেন সাবেক সভাপতি ফারুক আহমেদ


রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তবে তার মেয়াদ দীর্ঘ হয়নি; মাত্র নয় মাস দায়িত্ব পালনের পর তাকে সরিয়ে সভাপতির দায়িত্ব দেওয়া হয় আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে।

সভাপতি থাকার সময় ফারুকের বিরুদ্ধে অর্থ নয়ছয়ের অভিযোগ ওঠে। অভিযোগ করা হয়, পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া বিসিবির স্থায়ী আমানত থেকে ২৫০ কোটি টাকা অন্য ব্যাংকে স্থানান্তর করেছিলেন তিনি, যা তহবিল অপব্যবহারের উদ্দেশ্যে করা হয়েছিল বলে দাবি করে দেশের ইংরেজি গণমাধ্যম ডেইলি সান। এ অভিযোগে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন ফারুক, যদিও শুরু থেকেই তিনি অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

বিষয়টি তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিন সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম গঠন করা হয়, যার নেতৃত্বে ছিলেন দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ। গত ১৭ মে তারা বিসিবিতে গিয়ে নথিপত্র সংগ্রহ করে এবং তদন্ত সম্পন্ন করে।

গত ১৩ জুলাই জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে বলা হয়, ফারুক আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে