ভারত বয়কটের ডাক দিয়ে বুলবুলের চমকপ্রদ সাহসী সিদ্ধান্ত

ভারত নয়, এখন থেকে ক্রিকেটারদের চিকিৎসা হবে কাতারের Aspetar Hospital-এ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। আর নয় ভারতে চিকিৎসা—এখন থেকে জাতীয় দলের ক্রিকেটারদের চিকিৎসা হবে কাতারের বিশ্বখ্যাত Aspetar Hospital–এ। নেইমার, অ্যাঞ্জেল ডি মারিয়ার মতো বিশ্ব ফুটবল তারকারাও চিকিৎসা নিয়েছেন এই হাসপাতালে।

মূলত সহজ ভিসা প্রক্রিয়া ও বিশ্বমানের চিকিৎসা সুবিধার কারণে বিসিবি এ সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের সাইফুদ্দিন, অভিষেক দাস ও আশিকুর জামান চিকিৎসা নিয়েছেন এই হাসপাতালে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সরাসরি Aspetar কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। পাশাপাশি এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের এনে স্থানীয় ফিজিওদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও চলছে।

এছাড়া বিসিবি একাডেমি ভবনে একটি আধুনিক ‘মিনি মেডিকেল ইউনিট’ স্থাপনের প্রস্তাব উঠেছে, যাতে খেলোয়াড়রা আরও দ্রুত পুনর্বাসনের সুযোগ পান।

👉 ক্রিকেটারদের ফিটনেস কেয়ারে বিসিবির এই উদ্যোগ ভবিষ্যতের বাংলাদেশ ক্রিকেটে নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে