অ্যাটকিনসনের পাঁচ উইকেটেও অটল ভারত, ওভাল টেস্টে এগিয়ে সফরকারীরা
গাস অ্যাটকিনসনের আগুনঝরা বোলিংয়ে মাত্র ২২৪ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। মনে হচ্ছিল ম্যাচের নিয়ন্ত্রণ একেবারেই ইংল্যান্ডের হাতে। কিন্তু মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার দুর্দান্ত বোলিং সেই সম্ভাবনা উল্টে দেয়। দুজনই নেন ৪টি করে উইকেট, ফলে ইংল্যান্ড থেমে যায় ২৪৭ রানে। মাত্র ২৩ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করে স্বাগতিকরা।
অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে এই প্রথম এত কম লিড পেল ইংল্যান্ড। একসময় তাদের স্কোর ছিল ১০৯/১, সেখান থেকে ধসে পড়ে ২১৫/৭। ডাকেট ও ক্রলি উদ্বোধনী জুটিতে ৯২ রান তুললেও বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে ম্যাচের চিত্র বদলে দেন ভারতীয় বোলাররা।
হ্যারি ব্রুকের ৫৭ বলে ফিফটি (টেস্টে ২২তম, সিরিজে তৃতীয়) ইংল্যান্ডকে কিছুটা এগিয়ে নিলেও শেষ পর্যন্ত ৫৩ রানে বোল্ড হয়ে পর্দা নামান সিরাজ। ইনজুরির কারণে ব্যাট করতে পারেননি ক্রিস ওকস। ক্রলি করেন সর্বোচ্চ ৬৪ রান।
এর আগে ২০৪/৬ থেকে ভারত দ্বিতীয় দিনে যোগ করে মাত্র ২০ রান। করুন নায়ারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৭ রান। অ্যাটকিনসন নেন পাঁচ উইকেট, যা তার ক্যারিয়ারের চতুর্থ পাঁচ উইকেট শিকার। জশ টাঙ নেন তিনটি উইকেট।
দ্বিতীয় ইনিংসে ভারত ৭৪/২ নিয়ে দিন শেষ করে। লোকেশ রাহুল ও সাই সুদর্শন আউট হলেও ৪৯ বলে ৫১ রানে অপরাজিত আছেন যশস্বী জয়সওয়াল। ৫২ রানের লিডে এগিয়ে থেকে নতুন দিনে মাঠে নামবে সফরকারীরা।
Comments
Post a Comment