দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে একসাথে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তিন তারকা ক্রিকেটার
চোটের কারণে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজ থেকে একসাথে ছিটকে গেলেন দুই অলরাউন্ডার মিচেল ওয়েন ও ম্যাট শর্ট এবং পেসার ল্যান্স মরিস। তারা ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না, আর ওয়েন বাদ পড়েছেন চলমান তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ থেকেও।
গত মঙ্গলবার দ্বিতীয় টি–টোয়েন্টিতে কাগিসো রাবাদার বাউন্সার সরাসরি আঘাত করে ওয়েনের হেলমেটে। মাঠে কনকাশন পরীক্ষায় উতরে গেলেও ম্যাচ শেষে তার মধ্যে কনকাশনের লক্ষণ দেখা দেয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী এখন অন্তত ১২ দিন পর্যবেক্ষণে থাকতে হবে তাকে। গত জুলাইয়ে টি–টোয়েন্টিতে অভিষেক হলেও ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় ছিলেন এই অলরাউন্ডার, যা আপাতত স্থগিত হয়ে গেল।
পেসার ল্যান্স মরিসের পিঠের পুরোনো চোট আবারও ভোগাচ্ছে। গত বছরের নভেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা এই পেসার ওয়ানডে সিরিজ দিয়েই ফিরতে চেয়েছিলেন। কিন্তু চোটের কারণে তাকে ফেরত পাঠানো হয়েছে পার্থে, যেখানে আরও পরীক্ষা-নিরীক্ষা হবে। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের ভারত সফরে তার খেলা নিয়েও সংশয় রয়েছে।
ম্যাট শর্টও পুরোনো সাইড স্ট্রেইন চোটে ভুগছেন, যা শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে। প্রথম দুই টি–টোয়েন্টি মিস করার পর আশা ছিল সিরিজের শেষ দিকে ফিরবেন, কিন্তু বাদ পড়েছেন বাকি ম্যাচ থেকেও। এ বছরের শুরুর দিকে চ্যাম্পিয়নস ট্রফিতে ঊরুর চোটও পেয়েছিলেন তিনি।
এরই মধ্যে শর্টের জায়গায় টি–টোয়েন্টি দলে এসেছেন অলরাউন্ডার অ্যারন হার্ডি। ওয়ানডে দলে ডাকা হয়েছে বাঁহাতি স্পিনার ম্যাট কুনেমানকে, ফলে অ্যাডাম জাম্পার সঙ্গে ‘ডাবল স্পিন’ আক্রমণ নামতে পারে অস্ট্রেলিয়া। এছাড়া অসুস্থতার কারণে দ্বিতীয় টি–টোয়েন্টি খেলতে পারেননি জশ ইংলিস, যার জায়গায় অ্যালেক্স ক্যারি ২০২১ সালের পর প্রথমবার টি–টোয়েন্টি খেলেছেন।
টি–টোয়েন্টি সিরিজ বর্তমানে ১–১ সমতায়। শনিবার কেয়ার্নসে হবে সিরিজের শেষ ম্যাচ। এরপর ১৯ আগস্ট থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ, যেখানে বাকি দুটি ম্যাচ হবে ২২ ও ২৪ আগস্ট ম্যাকায়েতে।
Comments
Post a Comment