আচমকা বিসিবির বড় ধামাকা! তামিম-সাকিবদের নিয়ে হচ্ছে দল গঠন!

 


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর সাবেক ক্রিকেটারদের এখন আর ক্রিকেট মাঠ থেকে দূরে থাকতে হয় না। শহীদ আফ্রিদি, যুবরাজ সিং, হরভজন সিংয়ের মতো তারকা খেলোয়াড়রা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে নিজেদের ক্রিকেটীয় জীবনকে আরও দীর্ঘায়িত করছেন। তবে এই তালিকায় বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের উপস্থিতি এখনো তেমন চোখে পড়েনি। এই অপূর্ণতা এবার ঘুচতে পারে বলে আশার কথা শোনালেন বাংলাদেশের এক সময়ের তারকা ব্যাটসম্যান ইমরুল কায়েস।


বেশ কয়েক বছর ধরে বিশ্বজুড়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের মতো টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণ ছিল খুবই সীমিত। এর আগে একবার খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে একটি দল খেললেও পরে আর তাদের দেখা যায়নি। সম্প্রতি আব্দুর রাজ্জাককে একটি টুর্নামেন্টে খেলতে দেখা গিয়েছিল। তবে এবার হয়তো একটি পূর্ণাঙ্গ বাংলাদেশি দল গড়ার আলোচনা চলছে।


ইমরুল কায়েস জানিয়েছেন, তাদেরকে নিয়ে লিজেন্ডস টুর্নামেন্টে খেলার জন্য আলোচনা চলছে। যদিও এই ব্যাপারে তিনি নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। সাকিব আল হাসান যেহেতু এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নেননি, তাই তাকে পাওয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। তবে ইমরুল আশাবাদী, তামিম ইকবাল, মুশফিকুর রহিম-এর মতো তারকা ক্রিকেটারদের নিয়ে একটি ভালো দল গঠন করা সম্ভব।


যদি এই আলোচনা সফল হয়, তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা তাদের প্রিয় তারকাদের আবারও আন্তর্জাতিক মঞ্চে দেখতে পাওয়ার সুযোগ পাবেন। ইমরুল কায়েসের এই মন্তব্যের পর এখন শুধু অপেক্ষা, কবে আনুষ্ঠানিকভাবে এমন কোনো ঘোষণা আসে।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে