ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে প্রথম বার সুযোগ পেলেন কাঁটার মাস্টার কিন্তু খেলা নিয়ে সংশয়


সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি-টোয়েন্টি) তে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস। এই টুর্নামেন্টে অংশ নিতে মুস্তাফিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদনও করেছেন।

বিডিক্রিকটাইমের খবরে জানা গেছে, মুস্তাফিজের সঙ্গে দুবাই ক্যাপিটালসের কথাবার্তা আগেই শুরু হয়েছিল এবং শেষপর্যন্ত আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়েছে। ক্লাবটি জানিয়েছে, ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে মুস্তাফিজকে দলভুক্ত করা হয়েছে।

তবে মুস্তাফিজ এই টুর্নামেন্টে খেলতে পারবেন কি না তা নিয়ে রয়েছে সংশয়। আইএলটি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে, ঠিক সেই সময় বিপিএলও মাঠে গড়াতে পারে। তাই দেশের টুর্নামেন্ট ছেড়ে বিদেশে খেলতে যেতে পারবেন কি না, সেটাই এখন স্পষ্ট নয়।

যা নিশ্চিত, মুস্তাফিজের ডাক পাওয়াটাই ভক্তদের জন্য বড় খবর। কারণ, এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার এই ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পাননি। এবারের সুযোগ হতে যাচ্ছে নতুন ইতিহাসের শুরু। 

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে