“বোর্ড বদলালেও পরিবর্তন নেই, মনে হচ্ছে এখনও পাপন ভাইয়ের যুগেই”: বিস্ফোরক মন্তব্য খালেদ মাহমুদ সুজনের
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বর্তমান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন। সম্প্রতি এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বোর্ড বদলালেও কাজের ধরণে কোনো পরিবর্তন দেখছেন না, বরং আগের আমলের মতোই চলছে সবকিছু।
সুজন বলেন, “ক্রিকেট স্বাভাবিকভাবে চলছে, জিতবে-হারবে—এটা খেলার অংশ। এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নতুন কিছু দেখছি না। মনে হচ্ছে এখনও পাপন ভাইয়ের আমলের মতোই চলছে।” তিনি আরও যোগ করেন, “কোচ বা কিউরেটর নিয়োগ হচ্ছে, বদলও হচ্ছে—যেমন টনি হেমিংকে আগের বোর্ড এনেছিল, বর্তমান বোর্ডও এনেছে, গামিনীকে সরানো হয়েছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের প্রকৃত উন্নয়ন কোথায়? এক বছরে কোনো নতুন ইনডোর সুবিধা বা মাঠ তৈরির প্রস্তাব আমি শুনিনি।”
সুজন আরও উল্লেখ করেন, “পুর্বাচলের মাঠও এখনও তৈরি হয়নি। শুধু মাঠ পরিদর্শন, বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজন বা ২৫ বছর উদযাপন করলেই উন্নতি আসবে না। এগুলো আসল কাজ নয়। কাঠামোগত উন্নয়ন হয়নি। আমরা কি ক্রিকেট বিকেন্দ্রীকরণের কোনো উদ্যোগ নিয়েছি?”
বর্তমান বিসিবি অবশ্য প্রতিটি বিভাগীয় শহরে মিনি অফিস খোলার উদ্যোগ নিয়েছে এবং নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিভাগগুলোতে সফরও করেছেন।
তবু সুজনের মতে, “অ্যাডহক কমিটির মাধ্যমে কিছু চেষ্টা করা যেত। যেমন চট্টগ্রামে আক্রাম খান, রাজশাহীতে পাইলট প্রকল্প, বরিশালে শাহরিয়ার নাফীস দায়িত্ব নিতে পারত। অন্তত এক-দুই প্রকল্প হাতে নেওয়া যেত। কিন্তু কিছুই হয়নি।”
Comments
Post a Comment