এশিয়া কাপের বড় দায়িত্বে ডাক পেলেন সাবেক এই অধিনায়ক

 

আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলে এসেছে সুখবর। দেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবার দায়িত্ব নিচ্ছেন দলের মেন্টর হিসেবে।

ক্রিকেট বোর্ড জানিয়েছে, মাশরাফির অভিজ্ঞতা ও নেতৃত্ব তরুণ ক্রিকেটারদের জন্য বড় প্রেরণা হিসেবে কাজ করবে। দলের অনুশীলন, কৌশলগত পরিকল্পনা ও মানসিক প্রস্তুতিতে তিনি সরাসরি সহায়তা করবেন। অধিনায়ক হিসেবে অসংখ্য জয়ের নেতৃত্ব দেওয়া মাশরাফি এবার পরামর্শকের ভূমিকায় থেকে দলে নতুন প্রাণ যোগাবেন।

বিসিবির সভাপতির পদ থেকে আকস্মিক সরে দাঁড়ানোর পর এই পদক্ষেপ ক্রিকেট মহলে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, নতুন নেতৃত্বের আগমনের আগে এই সিদ্ধান্ত দলের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

মাশরাফির মতো আইকনিক ব্যক্তিত্বের উপস্থিতি দলের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি এশিয়া কাপে নতুন সফলতার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। সময়ই দেখাবে, মাশরাফির মেন্টরশিপে বাংলাদেশ দল কতদূর যেতে পারে।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে