ওভাল টেস্টে দুই রেকর্ড গড়লেন জো রুট, টেন্ডুলকারকে পেছনে ফেললেন


ব্যাট হাতে নামলেই রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের জো রুট। ওভাল টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২৯ রানের ছোট্ট ইনিংস খেলেও গড়েছেন দুটি নতুন রেকর্ড। এর মধ্যে একটিতে শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে গেছেন তিনি।

ওভালে ২৯ রান করার মধ্য দিয়ে ঘরের মাঠে সবচেয়ে বেশি টেস্ট রান সংগ্রহকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছেন রুট। ইংল্যান্ডে তাঁর সংগ্রহ এখন ৭২২০ রান। এ তালিকায় এতদিন দ্বিতীয় স্থানে ছিলেন শচীন টেন্ডুলকার, যার ঘরের মাঠে (ভারতে) রান ৭২১৬। শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, যিনি ঘরের মাঠে করেছেন ৭৫৭৮ রান। ফলে এই রেকর্ডে শীর্ষে ওঠার সুযোগ এখন হাতের নাগালেই রুটের সামনে।

আরেকটি মাইলফলকও স্পর্শ করেছেন ইংলিশ ব্যাটার। ভারতের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ব্যাটার হিসেবে ২ হাজার টেস্ট রান পূর্ণ করেছেন তিনি। বর্তমানে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে রুটের সংগ্রহ ২০০৬ রান। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন পন্টিং, যিনি অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের বিপক্ষে করেছেন ১৮৯৩ রান।

ওভালে প্রথম ইনিংসে ৫৫ বলে ২৯ রান করে মোহাম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন রুট। ভারতের প্রথম ইনিংসে ২২৪ রানের জবাবে ইংল্যান্ড তোলে ২৪৭ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ভারত দিন শেষ করে ২ উইকেটে ৭০ রান নিয়ে, এখনো ৫২ রানে এগিয়ে রয়েছে তারা।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির অংশ হিসেবে পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে আছে, আর ওভালের এই ম্যাচটি সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। 

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে