বিসিবির সভাপতি নির্বাচন ঘিরে গুঞ্জন — নির্বাচন চান না বুলবুল


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন সভাপতি নির্বাচনকে ঘিরে জল্পনা-কল্পনা তুঙ্গে। তবে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি স্বেচ্ছায় কোনো নির্বাচনে অংশ নিতে চান না।

শনিবার গণমাধ্যমে দেওয়া বক্তব্যে বুলবুল বলেন, “আমি নিজে থেকে নির্বাচনে দাঁড়াতে চাই না। তবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) যদি চায়, তাহলে দায়িত্ব চালিয়ে যেতে আমি প্রস্তুত।”

এদিকে বিসিবির পরবর্তী সভাপতি কে হবেন তা নিয়ে আলোচনা চলছে বেশ কয়েকজনের নামকে ঘিরে। তালিকায় আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ফাহিম সিনহাসহ একাধিক প্রার্থী। তবে গুঞ্জন strongest বুলবুলকেই ঘিরে—কারণ এনএসসি চাইলে তিনিই আবারো সভাপতির দায়িত্ব নিতে পারেন।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে