পুমাসের বিপক্ষে ম্যাচে মেসিকে ছাড়াই নামবে মায়ামি, ফেরার সময় এখনও অজানা


 লিওনেল মেসির চোটের খবর নতুন নয়। এখন সবার আগ্রহ একটাই—কবে মাঠে ফিরবেন আর্জেন্টাইন সুপারস্টার? ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাচেরানোও সেই প্রশ্নের জবাব দিতে পারেননি। তবে নিশ্চিত করেছেন, লিগস কাপে পুমাস ইউএনএমের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে না।

গত রোববার বাংলাদেশ সময় সকালে লিগস কাপে মেক্সিকান ক্লাব নেকাক্সার বিপক্ষে খেলতে গিয়ে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। পরীক্ষা-নিরীক্ষার পর মায়ামির পক্ষ থেকে জানানো হয়, তার মাংসপেশিতে ছোটখাটো চোট লেগেছে। তবে কখন ফিরতে পারবেন, সে বিষয়ে তখনও কোনো তথ্য দেয়নি ক্লাব।

পুমাসের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে মাচেরানো বলেন, “তার (মেসি) সঙ্গে কথা হয়েছে। ক্লাব ইতিমধ্যে সবকিছু পরিষ্কার করে জানিয়েছে। খারাপ খবরের মধ্যেও ভালো খবর হলো, আঘাতটা গুরুতর নয়।”

ফেরার সময় নিয়ে অনুমান করতে রাজি নন মাচেরানো। তার ভাষায়, “আমরা আন্দাজ করতে চাই না, বিশেষ করে লিওর ক্ষেত্রে। সাধারণত সে দ্রুত সুস্থ হয়ে ওঠে। দেখা যাক কী হয়। তবে এটা নিশ্চিত, আগামীকাল (বৃহস্পতিবার) তাকে পাওয়া যাবে না। এরপর নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আমরা দেখব সে কেমন আছে এবং কতটা উন্নতি করছে। পুরোপুরি সুস্থ হওয়ার পর সে দলে যোগ দেবে।”

পুমাসের মুখোমুখি হওয়ার পর আগামী সোমবার মেজর লিগ সকারে অরল্যান্ডো সিটির বিপক্ষে খেলবে মায়ামি। এ মৌসুমে এমএলএসে ১৮ ম্যাচে ১৮ গোল করেছেন মেসি, যা ন্যাশভিল এফসির স্যাম সারিজের সঙ্গে যৌথভাবে লিগের সর্বোচ্চ।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে