বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা করল অ্যাডিলেড

 


টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের শেষ ম্যাচেও হারের বৃত্ত থেকে বের হতে পারলো না বাংলাদেশ ‘এ’ দল। অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে একপেশে পরাজয়ের মধ্য দিয়ে এই টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা শেষ হলো।


টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। দলের পক্ষে ওপেনার **জিসান আলম** ৩৮ বলে ৫০ রানের অর্ধশতক হাঁকান, যার ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছক্কা।


মিডল অর্ডারে আফিফ হোসেন ধ্রুব মাত্র ২৩ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে খেলেন ৪৯ রানের ঝড়ো ইনিংস। এছাড়া ইয়াসির আলী চৌধুরী ১৫ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। তবে নাঈম শেখ (১৭ বলে ১৫) ও সাইফ হাসান (১৯ বলে ১৫) ব্যাট হাতে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। অ্যাডিলেডের পক্ষে হ্যানো জ্যাকবস একাই তিনটি উইকেট শিকার করেন।


১৭৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে অ্যাডিলেডের দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১২৩ রান। জ্যাক উইন্টার ৩৫ বলে ৩৫ রান করে বিদায় নিলেও, আরেক ওপেনার ম্যাকেঞ্জি হার্ভে ছিলেন বিধ্বংসী মেজাজে।


হার্ভের ব্যাটে ভর করে অ্যাডিলেড হেসেখেলেই জয়ের বন্দরে পৌঁছে যায়। হার্ভে অপরাজিত থাকেন ৫৩ বলে ১০৪ রান করে। মাত্র ১১ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি।


এই হারের মধ্য দিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স হতাশাজনকভাবে শেষ হলো। দলের ব্যাটিং লাইনআপের কিছু ঝলক দেখা গেলেও বোলাররা প্রতিপক্ষকে চাপে ফেলতে ব্যর্থ হন।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে