নিজেদের মধ্যে ঝামেলা ভুলে এক হলেন তামিম-সাকিব, ক্রিকেটপাড়ায় খুশির আমেজ


 একদিন আগেই, ২৩ মার্চ ২০২২-এ বাংলাদেশ ইতিহাস গড়ে সাউথ আফ্রিকাকে তাদের মাটিতে ওয়ানডে সিরিজে হারিয়েছিল। এর পরদিন সকালে (সাউথ আফ্রিকা সময়) টিম হোটেলে দেখা গেল ভিন্ন এক দৃশ্য—তামিম ইকবাল ও সাকিব আল হাসান একে অপরকে জড়িয়ে ধরেছেন, হাসি-আড্ডায় মেতে উঠেছেন, খুনসুটিতেও ব্যস্ত।

ছবিগুলো ছড়িয়ে পড়তেই বাংলাদেশে শুরু হয় উত্তেজনা। ঐতিহাসিক সিরিজ জয়ের আনন্দের সঙ্গে তামিম-সাকিবের মেলামেশার দৃশ্য ক্রিকেটভক্তদের উচ্ছ্বাসকে যেন দ্বিগুণ করে দেয়। ক্রিকেটপ্রেমীরা ভেবেছিলেন, হয়তো দীর্ঘদিনের দূরত্ব আর ভুল বোঝাবুঝি মিটে গেছে দুই তারকার মধ্যে। যেহেতু সেদিন ছিল সাকিবের জন্মদিন, তাই অনেকেই বলেছিলেন—ভক্তদের জন্য এটিই সবচেয়ে বড় উপহার।

তবে পরবর্তীতে প্রমাণিত হয়, সেই ধারণা বাস্তবে রূপ নেয়নি। তামিম-সাকিবের সম্পর্কের জটিলতা তখনও পুরোপুরি কাটেনি।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে