“বাংলাদেশ টেবিল টেনিসে নতুন যুগ:থাকছে ২৫ বছর বয়সী থাই কোচ”
বাংলাদেশ টেবিল টেনিসে নতুন কোচ পাত্তারাতর্ন পাসারা, সামনে তিন বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট
বাংলাদেশ টেবিল টেনিস দল সামনে অংশ নেবে তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায়—অক্টোবরে ৩য় এশিয়ান ইয়ুথ গেমস (বাহরাইন), নভেম্বরে ইসলামিক সলিডারিটি গেমস (সৌদি আরব) এবং জানুয়ারিতে দক্ষিণ এশিয়ান গেমস (পাকিস্তান)। এসব টুর্নামেন্টকে সামনে রেখে নতুন কোচ নিয়োগ দিচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন (বিটিটিএফ)।
২৫ বছর বয়সী থাই কোচ পাত্তারাতর্ন পাসারা প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। আপাতত দুই মাসের চুক্তিতে আনা হলেও পারফরম্যান্স সন্তোষজনক হলে তার মেয়াদ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিটিটিএফ সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ সনেট জানান, “চীনা কোচ আনার চেষ্টা ব্যর্থ হওয়ায় থাইল্যান্ড থেকে কোচ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
২০২২ সালের এপ্রিলে আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের (আইটিটিএফ) র্যাঙ্কিংয়ে পাসারা ছিলেন ৩১৪তম অবস্থানে। সেই বছর তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ান চ্যাম্পিয়নশিপে পুরুষ দলগত ইভেন্টে সোনা জয়ী থাইল্যান্ড দলের সদস্য ছিলেন।
ফেডারেশন আরও একজন সহকারী কোচ বা বিদেশি ‘প্র্যাকটিস পার্টনার’ আনার পরিকল্পনা করছে। পাশাপাশি কিছু খেলোয়াড়কে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক একাডেমিতে পাঠানোর বিষয়টিও বিবেচনায় আছে।
বর্তমানে জাতীয় ক্যাম্পে অনূর্ধ্ব-১৭ বিভাগের আটজন খেলোয়াড় অনুশীলন করছে। সিনিয়র ক্যাম্পে রয়েছে ৩২ জনের প্রাথমিক দল—১৬ ছেলে ও ১৬ মেয়ে। আগামী ৮ আগস্ট বাছাইয়ের মাধ্যমে দলটি ২০ জনে নামিয়ে আনা হবে। সবচেয়ে প্রতিশ্রুতিশীল খেলোয়াড়রা সরাসরি নতুন কোচের অধীনে প্রশিক্ষণ নেবে, বাকিরা স্থানীয় কোচদের সঙ্গে অনুশীলন চালিয়ে যাবে।
Comments
Post a Comment