আক্ষেপ ঘোচাতে লিটনদের চোখ এশিয়া কাপের শিরোপায়


 এশিয়া কাপের মঞ্চে এবার নতুন স্বপ্ন নিয়ে নামছে বাংলাদেশ দল। আগামী সেপ্টেম্বরেই শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সোমবার (১৮ আগস্ট) অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে উইকেটকিপার-ব্যাটার জাকের আলি অনিক জানালেন দলের স্পষ্ট লক্ষ্য— চ্যাম্পিয়নশিপ জয়।

তিনি বলেন, “আমরা এবার এশিয়া কাপে ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আমি সহ দলের সবাই বিশ্বাস করি আমাদের লক্ষ্য একটাই—শিরোপা জেতা।”

এশিয়া কাপে এখন পর্যন্ত তিনবার ফাইনাল খেলেও শিরোপা ছুঁতে পারেনি বাংলাদেশ। এবার সেই আক্ষেপ ঘোচাতে মুখিয়ে আছেন লিটন দাসের নেতৃত্বাধীন দল।

এদিকে আসন্ন টুর্নামেন্ট ও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ব্যাটসম্যানদের পাওয়ার হিটিং উন্নত করতে ইংল্যান্ডের নামকরা কোচ জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে বিসিবি। ইতিমধ্যে তিনি কাজও শুরু করেছেন।

উডের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে জাকের বলেন, “জুলিয়ান আমাদের পাওয়ার হিটিংয়ের কিছু বিশেষ স্কিল নিয়ে কাজ করছে। কোথায় কার উন্নতি করা দরকার, কিভাবে খেলা আরও কার্যকর করা যায়—এসব নিয়েই কাজ চলছে।”

👉 বাংলাদেশের চোখ তাই এবার আর শুধু ফাইনালে নয়, সরাসরি শিরোপায়।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে