দ্বিস্তরী টেস্ট কাঠামোর বিপক্ষে অবস্থান ইসিবির, আইসিসিকে জানাল স্পষ্ট আপত্তি


নতুন টেস্ট কাঠামো নিয়ে আইসিসির পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। দীর্ঘদিন ধরেই টেস্ট ক্রিকেটে দ্বিস্তরী কাঠামো চালুর চিন্তা করছে আইসিসি, যার অংশ হিসেবে গঠন করা হয়েছে একটি ওয়ার্কিং কমিটিও। তবে এই প্রস্তাবিত কাঠামোতে মোটেই সন্তুষ্ট নয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দ্বিস্তরী পদ্ধতির বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে তারা এবং আইসিসিকে জানিয়েছে তাদের আপত্তির কথা।

আইসিসির প্রস্তাব অনুযায়ী, এক স্তরে থাকবে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দল, অন্য স্তরে রাখা হবে বাংলাদেশ, পাকিস্তানসহ অপেক্ষাকৃত দুর্বল দলগুলোকে। কিন্তু এতে করে পারফরম্যান্স খারাপ হলে শীর্ষ দলগুলোরও দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার ঝুঁকি থাকবে, যা ভবিষ্যতে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারানোর সম্ভাবনাও তৈরি করবে। এই আশঙ্কাই প্রকাশ করেছেন ইসিবি প্রধান রিচার্ড থম্পসন।

তিনি বলেন, ‘আমরা চাই না যে আমরা দ্বিতীয় স্তরে নেমে যাই এবং অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে খেলতে না পারি।’

বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী দক্ষিণ আফ্রিকাকে প্রথম স্তরে রাখার বিষয়েও সন্দেহ রয়েছে। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন থম্পসন। তার মতে, এই ধরনের কাঠামো টেস্ট ক্রিকেটের সার্বিক ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।

চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হবে ২০২৭ সালের মাঝামাঝি। এরপরই ২০২৭-২৯ মেয়াদে নতুন দ্বিস্তরী কাঠামো চালুর পরিকল্পনা করছে আইসিসি। যদিও এটি এখনও বাস্তবায়নের পর্যায়ে আসেনি, তবুও ইসিবির এমন কঠোর আপত্তি আইসিসির ভাবনায় পরিবর্তন আনতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে