বিপিএল শুরুর আগেই সাব্বির রহমানকে নিয়ে টানাটানি বিভিন্ন দলের
বিপিএলের নতুন আসরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি, এমনকি সব দলও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছেন হার্ডহিটার ব্যাটার সাব্বির রহমান।
গত আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন তিনি। তার ঝড়ো ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক-সমর্থকরা।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটের এই টুর্নামেন্টে সাব্বিরকে দলে ভেড়াতে ইতোমধ্যে একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে। এর মধ্যে একটি দলের আগ্রহ নাকি সাব্বিরকে ঘিরে সবচেয়ে বেশি।
Comments
Post a Comment