কোমোকে হারিয়ে ৪৭তম গাম্পার ট্রফি পুনরুদ্ধার করল বার্সা
প্রতিযোগিতামূলক মৌসুম শুরুর আগে দুর্দান্ত জয় দিয়ে প্রস্তুতি শেষ করেছে বার্সেলোনা। রোববার রাতে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ইতালিয়ান ক্লাব কোমোকে ৫-০ গোলে হারিয়ে জিতেছে ঐতিহ্যবাহী গাম্পার ট্রফি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সা। গোলের উদ্দেশ্যে নেয় ১৯টি শট, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। ২১ মিনিটে গোলের সূচনা করেন ফার্মিন লোপেজ, এরপর ৩৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই তরুণ মিডফিল্ডার। অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন তিনি।
৩৭ মিনিটে রাফিনহা এবং ৪২ মিনিটে ইয়ামাল গোল করে স্কোরলাইন ৪-০ করেন। বিরতির পর ৪৯ মিনিটে ইয়ামাল দ্বিতীয়বার জালে বল জড়িয়ে দলের পঞ্চম ও শেষ গোলটি করেন।
এর আগে প্রস্তুতি ম্যাচে বার্সেলোনা ৫-০ গোলে ডাইগুকে এবং ৭-৩ ব্যবধানে এফসি সিউলকে হারিয়েছিল। তবে কোমোর বিপক্ষে এই ম্যাচ ছিল গাম্পার ট্রফির আসর, যা বার্সেলোনার নিজস্ব প্রদর্শনীমূলক টুর্নামেন্ট। ১৯৬৬ সালে শুরু হওয়া এই টুর্নামেন্ট ১৯৯৭ সাল থেকে দুই দলের মধ্যে অনুষ্ঠিত হয়ে আসছে। গতবার মোনাকোর কাছে হেরেছিল বার্সা, তবে এবার কোমোকে হারিয়ে ৪৭তমবারের মতো ট্রফি জিতেছে তারা।
এ জয়ে আত্মবিশ্বাসী বার্সেলোনা আগামী শনিবার লা লিগার প্রথম ম্যাচে মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে।
Comments
Post a Comment