ডব্লুসিএল টুর্নামেন্টে পাকিস্তানের ভবিষ্যৎ অংশগ্রহণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিল পিসিবি

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টে পাকিস্তান দলের ভবিষ্যৎ অংশগ্রহণে ‘সম্পূর্ণ নিষেধাজ্ঞা’ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের অভিযোগ, আয়োজকেরা পক্ষপাতদুষ্ট এবং একটি জাতীয়তাবাদী বয়ানে চালিত হয়ে টুর্নামেন্ট পরিচালনা করেছে।

গতকাল শেষ হওয়া আসরে শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকদের নিয়ে গঠিত পাকিস্তান চ্যাম্পিয়নস রানার্সআপ হয়। তবে সেমিফাইনালসহ দুটি ম্যাচে ভারতের দল পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়। আয়োজকেরা সেই ম্যাচ বাতিল করে পয়েন্ট সমানভাবে ভাগ করে দেয়, যা পিসিবির ভাষায় ছিল ‘ভণ্ডামি ও পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত’।

শনিবার ভার্চ্যুয়াল বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে পিসিবি জানায়, রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থে টুর্নামেন্টে হস্তক্ষেপ করেছে আয়োজকেরা। এ ছাড়া ভারতের সমর্থকদের উদ্দেশে আয়োজকদের প্রকাশিত ‘অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য দুঃখ প্রকাশ’কে পিসিবি আখ্যায়িত করেছে ‘হাস্যকর ও ক্রিকেটীয় চেতনার পরিপন্থী’।

পিসিবির বক্তব্য, ‘আমরা আমাদের খেলোয়াড়দের এমন কোনো ইভেন্টে অংশ নিতে দেব না, যেখানে খেলার চেতনা বিকৃত রাজনীতির আড়ালে চলে যায় এবং ক্রীড়ানৈতিকতা ক্ষুণ্ন হয়।’

ডব্লুসিএল টুর্নামেন্টটি যুক্তরাজ্যের বার্মিংহামে আয়োজিত হয়, যেখানে পাকিস্তান ও ভারতের পাশাপাশি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার অবসরপ্রাপ্ত ক্রিকেটাররা অংশ নেন। ২০২৪ সালে প্রথমবারের মতো এই প্রতিযোগিতা আয়োজন করেন ভারতীয় র‍্যাপার হারশিত তোমার ও বলিউড অভিনেতা অজয় দেবগন।


Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে