নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে নতুন ইতিহাস গড়লেন মোস্তাফিজুর রহমান


নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন মোস্তাফিজুর রহমান। 🚨

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি–২০ ম্যাচ জয়ের রেকর্ড এখন এককভাবে দ্য ফিজের দখলে।

সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে মোস্তাফিজ ৫৩তম জয়ের মাধ্যমে তালিকার শীর্ষে উঠেছেন। এর আগে সাকিবের ছিল ৫২ জয়ের কীর্তি।

টি–২০ ফরম্যাটে বাংলাদেশের হয়ে জয়ের তালিকায় মোস্তাফিজুরের পর আছেন সাকিব আল হাসান (৫২ জয়), লিটন দাস (৪৯ জয়), মাহমুদউল্লাহ রিয়াদ (৪৯ জয়) ও মুশফিকুর রহিম (৩৭ জয়)।

অর্থাৎ, নেদারল্যান্ডসের বিপক্ষে জয় শুধু দলের জন্য নয়, ব্যক্তিগতভাবেও ইতিহাস গড়ে দিলো কাটার মাস্টার মোস্তাফিজকে।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে