এশিয়া কাপের আগেই চরম দুঃসংবাদঃএশিয়া কাপ থেকে ছিটকে যেতে পারেন টাইগার তারকা ইমন
এশিয়া কাপের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল। প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। মাঠ ছাড়ার পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার ইনজুরি বেশ গুরুতর হতে পারে। ফলে টুর্নামেন্টে তার খেলা নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা।
ইমনকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইতোমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে পরিচিতি পেয়েছেন এই ওপেনার। এশিয়া কাপে তার উপস্থিতি বাংলাদেশের টপ অর্ডারে বাড়তি ভরসা জোগাতো। তবে হঠাৎ পাওয়া এই ইনজুরি সেই পরিকল্পনায় বড় ধাক্কা দিয়েছে।
বোর্ড সূত্র জানিয়েছে, ইমনের ইনজুরির সঠিক অবস্থা জানতে স্ক্যান রিপোর্টের অপেক্ষায় আছে মেডিকেল টিম। রিপোর্টে গুরুতর আঘাত ধরা পড়লে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। সেক্ষেত্রে বিকল্প ওপেনার নেওয়ার বিষয়টিও বিবেচনায় আসবে।
তবে সমর্থকদের আশা, ইমনের ইনজুরি গুরুতর হবে না এবং তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জাতীয় দলের হয়ে মাঠে ফিরবেন।
Comments
Post a Comment