বিসিবির নির্বাচনে অংশগ্রহণ না করা নিয়ে এবার আসল কারণ জানালেন বুলবুল


 বিসিবির পরবর্তী সভা ও নির্বাচন: আমিনুল ইসলামের অবস্থান স্পষ্ট

বিসিবির পরিচালনা পর্ষদের পরবর্তী সভা কোথায় হবে—ঢাকা নাকি সিলেট—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তবে ১ সেপ্টেম্বরের সেই সভার আলোচ্যসূচিতে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বোর্ডের আগামী নির্বাচন। সূত্র মতে, এই সভাতেই হয়তো গঠন হবে নির্বাচন কমিশন এবং ঘোষণা হতে পারে তফশিল, যা ঘোষণার পর বিসিবি কার্যত নির্বাচনের ট্রেনে উঠবে। নির্বাচনের সম্ভাব্য সময়সূচি আগামী অক্টোবরের শুরুতে নির্ধারিত হতে পারে।

বিসিবি সভাপতির পদে আসা নিয়ে আলোচনা আগেই শুরু হয়েছে। আলোচনায় নাম রয়েছে বর্তমান সভাপতিসহ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের। তবে তিনি ইতিমধ্যেই স্পষ্ট করেছেন যে, সরাসরি নির্বাচনে অংশ নেবেন না। মুঠোফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “আমার কোনো ক্লাব নেই, কোনো বিভাগ থেকেও আসিনি, তাই আমার নির্বাচন করার কোনো সম্ভাবনা নেই।”

তবে নির্বাচনের বাইরে মনোনীত হয়ে সভাপতি হওয়ার প্রস্তাব পেলে তিনি রাজি। তিনি বলেন, “যদি এনএসসি আমাকে পরিচালক হিসেবে মনোনীত করে এবং এভাবেই সভাপতি করা যায়, আমি আপত্তি করব না। ভোট চাইতে যাব না, কাউকে বলব না আমাকে সভাপতি করো। যদি মনে করা হয় দায়িত্ব দেব, না দিলে নেই।”

আমিনুল আরও উল্লেখ করেছেন, দায়িত্ব পালন করার কারণ হচ্ছে অসমাপ্ত কাজ শেষ করা। তিনি বলেন, “যে কাজগুলোতে হাত দিয়েছি, সব ছেড়ে দিয়েছি বাংলাদেশ ক্রিকেটের জন্য। তবে ক্রীড়া পরিষদ চাইলে আমি ধন্য মনে দায়িত্ব চালিয়ে যাব।”

এভাবে দেখা যাচ্ছে, বিসিবির নির্বাচন নিকটে আসলেও আমিনুল ইসলাম নিজের অবস্থান সুস্পষ্ট রেখেছেন—নির্বাচনে অংশ নেবেন না, কিন্তু প্রয়োজন হলে মনোনীত হয়ে দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে