রহস্যময় পোস্টে আলোচনায় সাব্বির রহমান, ইমোজিতে কী বার্তা লুকালেন তিনি?

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাব্বির রহমান একাধিক "🤫 (চুপ)" ইমোজি ব্যবহার করে দিয়েছেন একটি রহস্যময় পোস্ট। এতে ক্রিকেটমহলে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

পোস্টে কোনো লিখিত বার্তা না থাকলেও ইমোজির ব্যবহার যেন ইঙ্গিত করছে অপ্রকাশ্য কিছু বিষয়কে। অনেকেই ধারণা করছেন, এটি হয়তো—

  • কারও উদ্দেশ্যে কোনো কথা বলতে চেয়েও চুপ থাকার ইঙ্গিত,

  • কোনো গোপন তথ্য জানা থাকলেও তা প্রকাশ না করার বার্তা,

  • অথবা ক্রিকেট বোর্ড কিংবা দলের কোনো সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের প্রতীকী মাধ্যম।

এই পোস্টের পর থেকেই ক্রিকেটভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, সাব্বির কি নতুন কোনো বিতর্ক, দল নির্বাচন, নাকি অভ্যন্তরীণ বিষয়ে ইঙ্গিত দিচ্ছেন? রহস্যের জট না খোলায় বাড়ছে কৌতূহল।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে