“পাওয়া গেল ভবিষ্যতের তারকা মুশফিককে , নাইমকে দিলেন পরামর্শ: বাংলাদেশ টাইগার্স কোচ বাবুল”
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়ে নজর কেড়েছিলেন পেসার মুশফিক হাসান। এরপর বিপিএলসহ ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। চোটে ভুগলেও এবার আরও শক্তভাবে ফিরেছেন এই তরুণ। বাংলাদেশ টাইগার্সের কোচ বাবুল মনে করেন, মুশফিক বাংলাদেশের ভবিষ্যতের অন্যতম বড় পেস তারকা হতে পারেন।
মুশফিক নিয়ে কোচ বাবুলের মূল্যায়ন
বাবুল বলেন, “মুশফিক আমাদের ভবিষ্যৎ তারকা। তার বোলিংয়ের ধার খুবই ভালো। এরকম সুঠামদেহি পেস বোলার আমাদের খুব কম আছে। তার বোলিং দক্ষতা অসাধারণ। যদিও অতীতে সে নিয়মিত চোটে পড়ছিল, আমরা সেটা মনিটরিং করছি। এখন তাকে সুপারফিট মনে হয়েছে।”
শুধু দক্ষতাই নয়, মুশফিকের মানসিকতা ও মাঠের উপস্থিতিও কোচকে মুগ্ধ করেছে। “তার অ্যাচিটিউড, তার শরীরীভাষা চমৎকার। শতভাগ ফিট না হলে কেউ এমন ফিল্ডিং, বোলিং বা শরীরীভাষা দেখাতে পারে না,” যোগ করেন বাবুল।
নাইম শেখকে দিলেন মানিয়ে নেওয়ার পরামর্শ
জাতীয় দলের ওপেনার নাইম শেখকে নিয়েও পর্যবেক্ষণ জানিয়েছেন বাবুল। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে হলে উইকেট অনুযায়ী খেলায় মানিয়ে নেওয়া জরুরি।
বাবুল বলেন, “নাইম সাধারণত শটস খেলতে পছন্দ করে। কিন্তু সে স্লো উইকেটে হয়তো এতটা ভালো করতে পারে না। একজন ক্রিকেটার হিসেবে তাকে মানিয়ে নিতে হবে। সে অভিজ্ঞ খেলোয়াড়, জাতীয় দলে খেলেছে কারণ সে ভালো ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে এসবের সঙ্গে মানিয়ে নিতে হবে।”
Comments
Post a Comment