দলে ডাক মিলতেই লন্ডন থেকে তড়িঘড়ি করে দেশে ফিরছেন সাকিব
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে আজ ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী ১৫ আগস্ট থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে তিনি খেলবেন অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনসের হয়ে।
সিপিএলে এর আগে একাধিক দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিবের, যেখানে তিনি ব্যাটে ও বলে সমানতালে পারফর্ম করে দলের ভরসা হয়ে উঠেছেন। এবারের আসরে ফ্যালকনসের হয়ে তার উপস্থিতি দলকে শক্তিশালী করবে বলে মনে করছেন সমর্থকরা। দলটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে স্বাগত জানিয়ে জানিয়েছে, তার অলরাউন্ড নৈপুণ্য দলে এনে দেবে নতুন মাত্রা।
এবার সিপিএলে সাকিবের লক্ষ্য শুধু ব্যক্তিগত পারফরম্যান্স নয়, বরং দলকে শিরোপার পথে এগিয়ে নেওয়া। দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ফেরায় তিনি রোমাঞ্চিত এবং আশা করছেন, নিজের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে ফ্যালকনসকে সাফল্য এনে দিতে পারবেন।
Comments
Post a Comment