ক্যানসারে সঙ্গে লড়াই করছেন সাবেক অধিনায়ক : ক্রিকেটপাড়ায় নেমে এসেছে স্তব্ধতা



অস্ট্রেলিয়ার ক্রিকেট কিংবদন্তি মাইকেল ক্লার্ক আবারও অস্ত্রোপচারের টেবিলে শুতে বাধ্য হয়েছেন। দীর্ঘদিন ধরে ত্বকের ক্যানসারে ভুগছেন ক্লার্ক। ইতিমধ্যেই কয়েকবার অস্ত্রোপচার করানো হয়েছে। সর্বশেষ সোমবার আবারও ত্বকের ক্যানসার অপসারণ করা হয়েছে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই তথ্য জানিয়ে তিনি সবাইকে নিয়মিত ত্বক পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।

ক্লার্ক লিখেছেন, “আরেকটি দিন, আরেকটি ত্বকের ক্যানসার অপসারণ।” পোস্টে দেখা যায়, তিনি বসে আছেন এবং নাকে প্লাস্টার লাগানো রয়েছে।

মাইকেল ক্লার্ক ২০০৪ থেকে ২০১৫ সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ১১৫টি টেস্ট, ২৪৫টি ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ। তিনি টেস্টে ৭৪টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যেখানে জিতেছেন ৪৭টি এবং হেরেছেন ১৬টি। ওয়ানডেতে নেতৃত্বে তাঁর অধীনে অস্ট্রেলিয়া খেলেছে ১৩৯টি ম্যাচ। ক্লার্কের নেতৃত্বে অস্ট্রেলিয়া ২০১৩-১৪ সালে অ্যাশেজ ৫-০ ব্যবধানে জিতেছে এবং ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপও জিতেছে।

ক্লার্কের প্রথম ত্বকের ক্যানসার ধরা পড়ে ২০০৬ সালে। ২০১৯ সালে আবার আক্রান্ত হন—তিনটি নন-মেলানোমা লেজন ধরা পড়ে। ২০২২ সালের মার্চে কপাল থেকেও অস্ত্রোপচার করা হয়েছিল। ক্লার্ক দীর্ঘ সময় সূর্যের নিচে থাকার অভ্যাসকেই প্রধান কারণ হিসেবে দেখেছেন। ২০২৩ সালে তিনি বলেন, “ভারতে পুরো দিন মাঠে থাকা—আট ঘণ্টা সূর্যের নিচে থাকা কল্পনা করুন। অনেক খেলোয়াড় ব্যাগি গ্রিন ক্যাপ পরে থাকে, তাই কান বা মুখ সুরক্ষিত থাকে না। শার্টের হাতা ছোট, তাই হাতের ওপরে অংশও খোলা থাকে।”

অতএব, ক্লার্কের ঘটনা অন্য ক্রিকেটারদের সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে—নিজের ত্বক নিয়মিত পরীক্ষা করা এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে