এশিয়া কাপের আগে অনলাইন গেমিং বিল নিয়ে অনিশ্চয়তা: জার্সি স্পনসর হারাতে পারে ভারত দল


 এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেটে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে জার্সি স্পনসর নিয়ে। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় সরকার নতুন ‘অনলাইন গেমিং বিল’ পাশ করেছে। যার ফলে টাকার বিনিময়ে খেলা হয় এমন সব ধরনের অনলাইন অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। এর সরাসরি প্রভাব পড়তে পারে ভারতীয় ক্রিকেট দলের জার্সি স্পনসর ‘ড্রিম ১১’-এর ওপর।

২০২৩ সালের জুলাই থেকে ভারতীয় ক্রিকেট দলের জার্সির স্পনসর ড্রিম ১১। তিন বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে ৩৫৮ কোটি টাকার চুক্তি রয়েছে তাদের, যা চলবে ২০২৬ সালের জুলাই পর্যন্ত। তবে নতুন আইন কার্যকর হলে চুক্তি ভঙ্গ হতে পারে।

এ বিষয়ে এখনো বিসিসিআই বা ড্রিম ১১ কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া এএফপি-কে জানিয়েছেন, “যদি অনুমতি না পাই, তাহলে আমাদের কিছু করার নেই। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তই আমরা মেনে চলব।”

‘স্পোর্টসস্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতের ৪৫ কোটিরও বেশি মানুষের কাছ থেকে ২০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আসে এই ধরনের অ্যাপ থেকে, যা এখন বেআইনি ঘোষিত হয়েছে। সরকার স্পষ্ট করে দিয়েছে, টাকার বিনিময়ে অনলাইন খেলা চালু রাখলে সর্বোচ্চ পাঁচ বছরের জেল হতে পারে।

এদিকে কেন্দ্রের সিদ্ধান্তের পর ড্রিম ১১ এক বিবৃতিতে জানিয়েছে, তারা আর টাকার বিনিময়ে কোনো অনলাইন খেলা চালাবে না। তবে এশিয়া কাপে ভারতীয় দলের জার্সি স্পনসর হিসেবে তারা থাকতে পারবে কি না—সে ধোঁয়াশা এখনও কাটেনি।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে