বিরাট-রাজ্জাক নিয়ে গুঞ্জনে মুখ খুললেন তামান্না, বিচ্ছেদের পর স্পষ্ট করলেন আসল সত্য

 


দীর্ঘ দুই বছরের সম্পর্ক ভেঙে আলাদা পথে হাঁটছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মা। শোনা যায়, সংসার পাতার ইচ্ছা ছিল তামান্নার, তবে বিয়েতে রাজি ছিলেন না বিজয়—এটিই বিচ্ছেদের প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে।

সম্পর্ক ভাঙার পর ব্যক্তিগত জীবন নিয়ে ফের আলোচনায় তামান্না। বিরাট কোহলি ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাকের সঙ্গে তার প্রেম এবং বিয়ের গুজব বহুবার ছড়িয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন তিনি।

বিরাট কোহলির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে তামান্না বলেন, “এটা খুবই বিরক্তিকর। আমার সঙ্গে ওর মাত্র একবারই দেখা হয়েছিল।” তিনি জানান, ২০১০ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম ও শেষবার কোহলির সঙ্গে দেখা হয়। সেই শুটিংয়ের একটি ছবি ভাইরাল হওয়ার পরই গুজব ছড়িয়ে পড়ে। “তারপর আর কখনো ওর সঙ্গে দেখা হয়নি, কোনো কথাও হয়নি,” যোগ করেন তিনি।

আবদুল রাজ্জাকের সঙ্গে বিয়ের গুজব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তামান্না। কয়েক বছর আগে একটি গয়নার দোকানে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর দাবি ওঠে, তিনি নাকি রাজ্জাককে গোপনে বিয়ে করেছেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “নেটপাড়া সত্যিই মজার। এমনকি বলা হয়েছিল আমি নাকি বিয়েও করে ফেলেছি।”

রাজ্জাকের উদ্দেশে হাতজোড় করে তামান্না বলেন, “আমি দুঃখিত স্যার। আপনার দু-তিনজন সন্তান আছে। এসব গুজব আপনার জীবনে কতটা প্রভাব ফেলেছে তা ভেবেই খারাপ লাগে।”

এই ধরনের মিথ্যা গুঞ্জন নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, “মানুষ কোনো সত্যতা ছাড়াই গল্প তৈরি করে ফেলে। কিন্তু এখানে কিছু করার নেই। সবাইকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, মানুষ যা ভাবতে চায় তাই ভাববে।”

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে