৪৬ বছর বয়সী আফ্রিকান লেগ স্পিনার এর দুর্দান্ত বোলিংয়ে বিপর্যস্ত সাকিবরা
সাকিব আল হাসানের দুঃসময় যেন কাটছেই না। এবার অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসও রক্ষা পেল না তার বাজে ফর্ম আর ইমরান তাহিরের দুর্দান্ত বোলিংয়ের সামনে। নিজেদের মাঠে গায়ানা অ্যামাজন ওয়ারিওর্সের কাছে ৮৩ রানের বিশাল ব্যবধানে হেরেছে সাকিবের দল।
৪৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহির ছিলেন ম্যাচের নায়ক। মাত্র ২১ রানে নিয়েছেন ৫ উইকেট—যা তার ক্যারিয়ারসেরা বোলিং। পাওয়ারপ্লের পর প্রথম বলেই সাকিবকে আউট করে শুরু করেন তিনি। এরপর একে একে ইমাদ ওয়াসিম, শামার স্প্রিঙ্গার, উসামা মির ও ওবেদ ম্যাকয়কে ফেরান সাজঘরে।
এর আগে ব্যাট হাতে সাকিবও ছিলেন ব্যর্থ। ৭ বলে ৮ রান করে তাহিরের শিকার হন তিনি।
তবে ম্যাচের শুরুটা ছিল একেবারে ভিন্ন চিত্রের। ২১২ রানের টার্গেট তাড়া করতে নেমে ফ্যালকনস ওপেনাররা ঝড় তুলেছিলেন। রাকিম কর্নওয়াল মাত্র ৩ বলে করেন ১০ রান, জুয়েল অ্যান্ড্রু ৬ বলে ১৩ এবং কারিমা গোর খেলেন ১৪ বলে ৩১ রানের ইনিংস। তাতেই পাওয়ারপ্লেতেই স্কোরবোর্ডে ওঠে ৭৭ রান। কিন্তু এর পরই তাহিরের ঘূর্ণি এসে ভেঙে দেয় তাদের আশা। শেষ পর্যন্ত ১৫.২ ওভারে ১২৮ রানে গুটিয়ে যায় অ্যান্টিগা।
এর আগে গায়ানা ব্যাটিংয়ে ছিল রুদ্রমূর্তি। শেই হোপ খেলেন ৫৪ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস। শিমরন হেটমায়ার ঝড় তোলেন ২৬ বলে ৬৫ রানে। রোমারিও শেফার্ড যোগ করেন আরও ঝলক, মাত্র ৮ বলে ২৫ রান। সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে গায়ানা তোলে ২১১ রানের পাহাড়।
অ্যান্টিগার হয়ে বল হাতে সবচেয়ে হতাশাজনক ছিলেন শামার স্প্রিঙ্গার। ৪ ওভারে দিয়েছেন ৬১ রান—দলের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড এটি। সাকিব অবশ্য তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত ছিলেন; ২ ওভারে দেন ১৬ রান। কিন্তু তাতে কোনো লাভ হয়নি, দলকে রক্ষা করতে পারেননি তিনি।
এই আসরে এ নিয়ে দ্বিতীয়বার হারের মুখ দেখল অ্যান্টিগা ফ্যালকনস। ৫ ম্যাচে তাদের জয় মাত্র দুইটিতে, বাকি এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
Comments
Post a Comment