হালকা চোটে মাঠের বাইরে মেসি, শঙ্কায় আর্জেন্টিনার ঘরের মাঠে সম্ভাব্য ‘শেষ’ ম্যাচ
লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচের মাত্র ১২ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসিকে। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা—তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন এবং জাতীয় দলের হয়ে ঘরের মাঠে সম্ভাব্য ‘শেষ’ প্রতিযোগিতামূলক ম্যাচটি খেলতে পারবেন কি না।
চোট নিয়ে ভক্তদের দুশ্চিন্তা
প্রথমদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো আশঙ্কা প্রকাশ করেছিল, মেসি হয়তো দীর্ঘ সময় মাঠের বাইরে থাকবেন এবং চলমান লিগস কাপে আর খেলতে পারবেন না। তবে ইন্টার মায়ামি এক বিবৃতিতে জানিয়েছে, মেসির ডান পায়ের মাংসপেশিতে হালকা চোট ধরা পড়েছে। এতে কিছুটা স্বস্তি এলেও কবে তিনি ফিরবেন, তা এখনও অনিশ্চিত। মায়ামির বিবৃতি অনুযায়ী, তার মাঠে ফেরার সময় নির্ভর করছে চিকিৎসার অগ্রগতি এবং শরীর কত দ্রুত সাড়া দিচ্ছে তার ওপর।
সামনে বিশ্বকাপ বাছাইয়ের বড় চ্যালেঞ্জ
আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ, প্রতিপক্ষ ভেনেজুয়েলা। এরপর চার দিন পর ইকুয়েডরের মুখোমুখি হবে তারা। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েনস এইরেসে, যা মেসির জাতীয় দলের জার্সিতে ঘরের মাঠে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ হতে পারে—যদি তিনি ২০২৬ বিশ্বকাপের পর অবসর নেওয়ার সিদ্ধান্তে অটল থাকেন।
সম্ভাব্য শেষবারের মতো সমর্থকদের সামনে
এরপর আর্জেন্টিনার বড় ম্যাচ রয়েছে আগামী মার্চে ‘ফিনালিসিমা’, যেখানে প্রতিপক্ষ স্পেন এবং সম্ভাব্য ভেন্যু মেক্সিকো সিটি। আর ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। ফলে আর্জেন্টিনার মাটিতে মেসিকে প্রতিযোগিতামূলক ম্যাচে দেখার সুযোগ এই সেপ্টেম্বরেই শেষ হয়ে যেতে পারে।
সবকিছু নির্ভর করছে পুনর্বাসনের ওপর
আগামী বুধবার লিগস কাপে পুমার বিপক্ষে এবং ১০ আগস্ট এমএলএসে অরল্যান্ডোর বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। এই সময়ের মধ্যেই যদি মেসি পুরোপুরি সেরে না ওঠেন, তবে জাতীয় দলের হয়ে সেপ্টেম্বরের শুরুতে মাঠে নামা নিয়ে শঙ্কা থেকেই যাবে।
যদিও ভবিষ্যতে কোনো প্রীতি ম্যাচ আয়োজন হতে পারে, তবু ৫ সেপ্টেম্বরের ভেনেজুয়েলা ম্যাচকেই বিশেষজ্ঞরা সবচেয়ে তাৎপর্যপূর্ণ মনে করছেন। শুধু আর্জেন্টিনা নয়, পুরো ফুটবল বিশ্ব অপেক্ষা করছে—জাতীয় দলের হয়ে ঘরের মাঠে হয়তো শেষবারের মতো লিওনেল মেসিকে দেখার আশায়।
Comments
Post a Comment