প্রকৃতি লুট নয়—রক্ষা করুন: ক্ষোভে ফুঁসলেন রুবেল হোসেন


 সিলেটের সাদা পাথর লুটের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লুটেরাদের থামাতে এবং প্রকৃতি রক্ষায় সবার প্রতি আহ্বান জানান।

রুবেল লিখেছেন, “সিলেটের সাদা পাথর নেই তো, হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেদের থামাও। প্রকৃতি লুট নয়, প্রকৃতি রক্ষা করুন।” পোস্টের সঙ্গে স্ত্রীকে নিয়ে সাদা পাথরে তোলা একটি স্মৃতিবিজড়িত ছবিও যুক্ত করেন তিনি।

গেল কয়েক দিনে সাদা পাথর লুটের নানা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বিভিন্ন পেশার মানুষ ও পর্যটকরা। সেই ধারাবাহিকতায়ই মুখ খুললেন রুবেল।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশাসনিক দুর্বলতার সুযোগে শুরু হয় সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথরের ব্যাপক লুট। গত দুই সপ্তাহে লুটেরাদের তাণ্ডবে এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় চলছে এ লুটপাট। অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধেও। ইতোমধ্যে অভিযুক্তদের সব ধরনের সাংগঠনিক পদ স্থগিত করেছে বিএনপি। তবে বিএনপির বাইরের রাজনৈতিক কর্মীরাও এই লুটে জড়িত বলে অভিযোগ রয়েছে।

পরিবেশবিদরা সতর্ক করেছেন, এভাবে চলতে থাকলে দেশের অন্যতম আকর্ষণীয় সাদা পাথর পর্যটন স্পটটি বিলীন হয়ে যেতে পারে। এতে মারাত্মক ক্ষতি হবে পরিবেশের, হারাবে বড় অঙ্কের সরকারি রাজস্বও।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলের হয়ে রুবেল হোসেন খেলেছেন ১০৪ ওয়ানডে, ২৭ টেস্ট ও ২৮ টি-টোয়েন্টি। ২০২১ সালের ১ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। এক সময়ের মাঠ কাঁপানো এই পেসার বর্তমানে ফর্মহীনতার কারণে জাতীয় দলের বাইরে আছেন।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে