বাংলাদেশ 'এ' দলের ১৫ সদস্য এর স্কোয়াড ঘোষণা, অধিনায়ক সোহান


 টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান থাকছেন নেতৃত্বে। আগামী ৭ আগস্ট দলটি রওনা দেবে এবং ৯ আগস্ট অস্ট্রেলিয়ার ডারউইনে পৌঁছাবে।

সোহানের নেতৃত্বে ঘোষিত দলে আছেন দেশের অভিজ্ঞ ও উদীয়মান ক্রিকেটাররা। ব্যাটিং বিভাগে সাইফ হাসান, নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী এবং আফিফ হোসেন ধ্রুবর সঙ্গে যুক্ত হয়েছেন তরুণ জিসান আলম ও তুফায়েল আহমেদ।

অলরাউন্ডার হিসেবে আছেন মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বি। বোলিং আক্রমণে রয়েছেন রিপন মণ্ডল, মুশফিক হাসান ও নাঈম হাসান। তাদের সঙ্গে পেস আক্রমণ সামলাবেন জাতীয় দলের তারকা পেসার হাসান মাহমুদ।

১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’। এরপর ১৬ আগস্ট নেপাল, ১৭ আগস্ট পার্থ স্কচার্স, ১৯ আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, ২১ আগস্ট মেলবোর্ন স্টার্স এবং ২৩ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে সোহান-হাসানরা। সিরিজ শেষে ২৮ থেকে ৩১ আগস্ট সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চারদিনের ম্যাচও খেলবে দলটি।

এক নজরে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, জিসান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তুফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মণ্ডল এবং হাসান মাহমুদ।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে