২০২৬ বিশ্বকাপে খেলার পথে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণের পরীক্ষা


টেস্ট ও টি-টোয়েন্টির তুলনায় ওয়ানডেতে ভালো খেললেও বাংলাদেশের জন্য নিজের পছন্দের ফরম্যাটে সরাসরি বিশ্বকাপে খেলার পথে শঙ্কা বেড়েছে। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ১০ নম্বরে থাকা বাংলাদেশ যদি অবস্থার উন্নতি করতে না পারে, তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ হারাতে হবে। সেক্ষেত্রে বাছাইপর্বের ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হবে টাইগারদের।

গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটি জয় পেয়ে র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠেছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারের কারণে দুই মাসের ব্যবধানে আবারও দশে নেমে গেছে টাইগাররা। নয় নম্বর জায়গা ছেড়ে দিতে হয়েছে ক্যারিবিয়ানদের, ফলে ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া নিয়ে জটিল সমীকরণের মুখে পড়েছে বাংলাদেশ।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ১৪ দল খেলবে, যার মধ্যে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি খেলবে। দুই আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হিসেবে নিশ্চিত থাকছে। এই মুহূর্তে প্রোটিয়া র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে থাকায়, নয় নম্বরে থাকা বাংলাদেশও সরাসরি খেলার যোগ্য। কিন্তু অবস্থার উন্নতি না হলে টাইগারদের বাছাইপর্ব খেলতে হবে।

২০২৭ সালের ৩১ মার্চের র‌্যাঙ্কিং অনুযায়ী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা হবে। এই সময়সীমার মধ্যে বাংলাদেশ ২৬টি ওয়ানডি খেলতে পারবে। তবে এর মধ্যে ১১টি ম্যাচ হবে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা দলের বিপক্ষে, যা জিতে সামান্য সুবিধা দেবে, কিন্তু হারে ক্ষতি হবে বড়।

বছর দুয়েক আগেও ওয়ানডেতে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। তামিম ইকবালের অধীনে ৩৫ ম্যাচে ২১ জয় পেয়েছিল টাইগাররা। কিন্তু শেষ দুই বছরে ৩৪ ওয়ানডেতে জয় সংখ্যা মাত্র ৯। বিশেষ করে বোলিংয়ে ভুগেছে দল; ১৫ ম্যাচে ১১ বারই রান ডিফেন্ড করতে পারেনি।

সিনিয়র ক্রিকেটারদের বিদায়, মানহীন ঘরোয়া ক্রিকেট ও পরিকল্পনার অভাব—সবই এই অবনতির কারণ। নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজের সামনে এখন চ্যালেঞ্জ বড়। দলকে একই সুতোয় গাঁথতে না পারলে ১০ দলের বাছাইপর্বে খেলতে হবে বাংলাদেশকে।

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে