ক্রিকেট কূটনীতিতে ব্যর্থতা: এশিয়া কাপের আগে প্রস্তুতির সেরা সুযোগ হারাল বাংলাদেশ


 সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি এশিয়া কাপের আগে আরেকটি ত্রিদেশীয় সিরিজ। ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত শারজায় অনুষ্ঠিত এই সিরিজে খেলবে পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক আমিরাত। ফাইনালসহ মোট সাতটি ম্যাচ হবে এই সিরিজে, যা এশিয়া কাপের আগে আদর্শ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।

তবে এই সিরিজে অংশ নেওয়ার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। ক্রিকেট-কূটনীতিতে দক্ষতা দেখাতে পারলে লিটন দাসদেরও দেখা যেতে পারত এই টুর্নামেন্টে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভির সঙ্গে বিসিবির সম্পর্কও যথেষ্ট ভালো। সম্প্রতি নাকভির অনুরোধে ভারতের অসন্তোষের ঝুঁকি নিয়ে ঢাকায় এসিসির বার্ষিক সাধারণ সভার আয়োজনও করেছে বিসিবি।

বিশ্লেষকদের মতে, তখন নাকভির কাছে প্রতিদান হিসেবে এই সিরিজে অংশ নেওয়ার অনুরোধ করলে সেটি মেনে নেওয়ার সম্ভাবনা ছিল যথেষ্ট। কিন্তু বিসিবি সেই পথ না নিয়ে এশিয়া কাপের প্রস্তুতির জন্য দেশের মাটিতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের দিকে মনোযোগ দিয়েছে।

মূলত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নির্ধারিত দ্বিপক্ষীয় সিরিজকেই ত্রিদেশীয় রূপ দিয়েছে আরব আমিরাত। বিসিবি সময়মতো উদ্যোগ নিলে স্বাগতিক আমিরাতের পরিবর্তে বাংলাদেশই হতে পারত এই সিরিজের তৃতীয় দল। এতে এশিয়া কাপের আগে আমিরাতের কন্ডিশনে পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে অন্তত দুটি করে ম্যাচ খেলার সুযোগ মিলত, যা ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলে সম্ভব নয়।

বিষয়টি নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, “আমরা যখন এই সিরিজ নিয়ে আলোচনা শুরু করি, তখনই সব চূড়ান্ত হয়ে গিয়েছিল। ফলে তখন আর কিছু করার ছিল না আমাদের।”

Comments

Popular posts from this blog

৩ ওভারে ২৪ রান দেওয়া মুস্তাফিজকে নিয়ে যা বললেন অধিনায়ক অক্ষর প্যাটেল

৯২ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পেনাল্টি ছিল নাকি জানালেন ফিফার স্বীকৃত রেফারি

টি২০ র‍্যাঙ্কিংয়ে ১০ নাম্বারে থাকা বাংলাদেশকে ১ নাম্বারে আনতে নতুন সভাপতি বুলবুল স্কোয়াডে আনছে ১ জন অবহেলিত হার্ড হিটারকে