সাবেক অধিনায়কের তীব্র সমালোচনায় বিসিবি পরিচালক ফাহিম, ওয়ানডে অধিনায়ক পরিবর্তনে বিতর্ক
জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও কোচ নাজমুল আবেদীন ফাহিমের কঠোর সমালোচনা করেছেন। ওয়ানডে অধিনায়ক পরিবর্তনের প্রসঙ্গে প্রকাশিত অসন্তোষের জবাবে ফাহিম নিজেই মুখ খুলেছেন এবং দায়িত্ব পালনে সততার প্রতিশ্রুতি দিয়েছেন।
সুজন বলছেন, নাজমুল হোসেন শান্তকে সরিয়ে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক করার প্রক্রিয়াটি ছিল পেশাদারিত্বহীন এবং সম্পূর্ণ অব্যবস্থাপনার উদাহরণ। তিনি বিসিবির এই সিদ্ধান্তকে ‘বাজে’ হিসেবে আখ্যায়িত করে বলেন, সফরে যাওয়ার ঠিক আগের দিন দুই অধিনায়কের সঙ্গে কথা বলে এই পরিবর্তন করা উচিত হয়নি।
সুজন আরও বলেন, ‘যাকে সম্মান করা হয়নি, সে কীভাবে সম্মান দেবে?’ বাংলাদেশের অধিনায়কত্ব অনেক বড় দায়িত্ব এবং অসম্মানিত হলে পরিস্থিতি মারাত্মক হতে পারে।
অন্যদিকে, ফাহিম জানিয়েছেন যে এই পরিবর্তন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এবং নাজমুল হোসেন শান্তকে আগেই বিষয়টি জানানো হয়েছিল। তিনি আরও বলেন, দেশের ক্রিকেটের উন্নতির জন্য সততার সঙ্গে কাজ করে যাবেন এবং অন্যদের কথায় মনোযোগ দেবেন না।
Comments
Post a Comment