‘ইউনিভার্স বস’ গেইলকে টপকে শীর্ষস্থান দখল করতে চলেছেন সাকিব
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) রোববারের ম্যাচে ব্যাট–বল হাতে ঝলক দেখালেন সাকিব আল হাসান। দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে ছুঁয়ে ফেললেন একাধিক মাইলফলক, গড়লেন নতুন ইতিহাসও।
টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেট শিকার করলেন সাকিব। একইসঙ্গে এই ফরম্যাটে প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন ৭ হাজার রান ও ৫০০ উইকেটের অনন্য ডাবল।
এদিন বোলিংয়ে ২ ওভারে ১১ রান খরচ করে নিয়েছেন ৩ উইকেট। ব্যাট হাতে খেলেছেন ১৮ বলে ২৫ রানের কার্যকরী ইনিংস, যেখানে ছিল ১ চার ও ২ ছক্কা। তার এই পারফরম্যান্সে সহজ জয় পায় অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।
অলরাউন্ড পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জিতেছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৪তম ম্যাচসেরার ট্রফি। এতে আন্দ্রে রাসেলকে ছুঁয়ে ফেলেছেন তিনি। তবে রাসেল যেখানে এই কীর্তি গড়তে খেলেছেন ৫৬৪ ম্যাচ, সাকিব তা করেছেন মাত্র ৪৫৭ ম্যাচেই।
টি-টোয়েন্টি ইতিহাসে সাকিবের ওপরে আছেন মাত্র চারজন ক্রিকেটার—অ্যালেক্স হেলস (৫০৬ ম্যাচে ৪৫ বার), কাইরন পোলার্ড (৭১০ ম্যাচে ৪৭ বার), গ্লেন ম্যাক্সওয়েল (৪৮৬ ম্যাচে ৪৮ বার) এবং শীর্ষে আছেন ক্রিস গেইল।
‘ইউনিভার্স বস’ খ্যাত গেইল মাত্র ৪৬৩ ম্যাচ খেলে রেকর্ড ৬০ বার হয়েছেন ম্যাচসেরা। তবে ২০২২ সালের পর আর কোনো স্বীকৃত টি-টোয়েন্টি খেলেননি তিনি।
Comments
Post a Comment